লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়ায় প্রায় সব বাজারে তরমুজ বিক্রির ধুম পড়েছে। তীব্র গরম এবং রোজা উপলক্ষে তরমুজ কিনতে দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা।
গতকাল রোববার উপজেলার কয়েকটি বাজারে দেখা যায় প্রতিটি বাজারে প্রচুর তরমুজ বিক্রি হচ্ছে। দোকান ছাড়াও রাস্তার পাশে বিক্রি হচ্ছে তরমুজ। এসব দোকানে তরমুজ কিনতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
একজন ক্রেতা জানান, এ বছর তরমুজের দাম একটু বেশি। তারপরও মৌসুমি ফলের প্রতি মানুষের আগ্রহ বেশি।
এ বিষয়ে তরমুজ ব্যবসায়ীরা জানান, গত কয়েকদিন ধরে তীব্র গরমে মানুষ অস্থির হয়ে পড়েছে। ফলে তরমুজের বেচা-বিক্রি হচ্ছে। প্রতিটি তরমুজ আকারভেদে ৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।