হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে মোস্তফা গ্রুপের ৬ পরিচালকের নামে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

৬৩ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে মোস্তফা গ্রুপের ছয় পরিচালককে পাঁচ মাসের আটকাদেশ দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের অর্থঋণ আদালত। আজ রোববার আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই পরোয়ানা জারি করেছেন। 

চট্টগ্রামের অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। খেলাপি ঋণ আদায়ে বিবাদীদের বাধ্য করার অংশ হিসেবে এই পরোয়ানা জারি করা হয়েছে আদালতের আদেশে উল্লেখ রয়েছে বলেও জানান তিনি। 

পরোয়ানা জারি হওয়া মোস্তফা গ্রুপের ছয় পরিচালক হচ্ছেন হেফাজতুর রহমান, জহির উদ্দিন, মোহাম্মদ শফিক উদ্দিন, মোহাম্মদ কফিল উদ্দিন, রফিক উদ্দিন ও কামাল উদ্দিন। 

আদালত থেকে প্রাপ্ত তথ্যমতে, বিবাদীরা ২০১৩ সালে নগরীর লালদীঘি এলাকার রূপালী ব্যাংকের করপোরেট শাখা থেকে ঋণ গ্রহণ করেন। ওই অঙ্কের খেলাপি ঋণের টাকা আদায়ে গত বছরের ২০ অক্টোবর আদালতে জারি মামলা দায়ের করা হয়। এ ছাড়া বিবাদীদের নেওয়া ঋণের বিপরীতে কোনো ধরনের জামানত নেই বলে জানা যায়। 

এ বিষয়ে রূপালী ব্যাংকের আইনজীবী মারুফ বিন সবুর আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের জন্য আমরা বিবাদীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আবেদন করেছিলাম। এর পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক ছয় পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং পাঁচ মাসের দেওয়ানি আটকাদেশের আদেশ দেন।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত