হোম > সারা দেশ > কুমিল্লা

চৌদ্দগ্রামে চুরির অভিযোগে প্রতিবন্ধী কিশোরকে সিগারেটের ছ্যাঁকা, মারধর

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে আলমগীর হোসেন নামের এক মানসিক প্রতিবন্ধীকে (১৫) চুরির অভিযোগে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার পাশাপাশি মারধর করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববারের এই ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, বাবার মৃত্যুর পর আলমগীর নানাবাড়িতে বড় হয়েছে। গত রোববার সন্ধ্যায় মোবাইল চুরির অপবাদ দিয়ে আটকে রেখে তাকে দফায় দফায় নির্যাতন করা হয়। ঘটনাটি ঘটেছে ভাজনকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। গুরুতর অবস্থায় তাকে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

তবে অভিযুক্ত রাহুল দাবি করেন, ‘আমার সঙ্গে তার কোনো শত্রুতা নেই। ওর বিরুদ্ধে এলাকার অনেকেরই চুরির অভিযোগ রয়েছে। তাকে ধরে এলাকার সবাই স্বীকারোক্তি নেওয়ার জন্য মারধর করেছে। এ সময় আমি একা না, এলাকার অনেকেই ছিল।’

স্থানীয় আলকরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাইনউদ্দিন ভূঁইয়া বলেন, ‘নির্যাতিত কিশোরকে নিয়ে তার নানাসহ তার পরিবারের লোকজন আমার কাছে এসেছিল। আমি তাদের ছেলেটির চিকিৎসা নিশ্চিত করতে বলেছি। তা ছাড়া আইনি সহায়তা নিতে পরামর্শ দিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী কিশোরের নানা আবদুল কুদ্দুস থানায় অভিযোগ দিয়েছেন। তদন্তসাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।’

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু