হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্ত্রীর সঙ্গে চিকিৎসকের শেষ কথা ছিল ‘ভালো থেকো’ 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় পাওয়া গেছে। ওই ব্যক্তির নাম রাজেশ বড়ুয়া (৩২)। তিনি একজন দন্ত চিকিৎসক।

গতকাল বৃহস্পতিবার ওই চিকিৎসকের স্ত্রী পূজা বড়ুয়া মরদেহ শনাক্ত করেছেন। আজ শুক্রবার রাজেশ বড়ুয়ার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

সদরঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেন।

রাজেশ বড়ুয়ার পরিবার ও স্ত্রী পূজা বড়ুয়া জানান, বাঁশখালী উপজেলার পূর্ব শীলকূপ এলাকার কমল কান্তি বড়ুয়ার ছেলে রাজেশ বড়ুয়া। দীর্ঘদিন ধরে রাজেশ বড়ুয়া স্ত্রী নিয়ে চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকার একটি ভাড়াবাসায় থাকতেন। চকবাজার এলাকার একটি চেম্বারে নিয়মিত রোগীও দেখতেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাসা থেকে বের হয়ে তিনি ফেরেননি। বেলা ৩টার দিকে স্ত্রীকে কল দিয়ে বলেন ‘ভালো থেকো’। এরপর কল কেটে দেন।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত (ওসি) একরাম উল্লাহ বলেন, ‘গত মঙ্গলবার বেলা দেড়টার দিকে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাট এলাকা থেকে অজ্ঞাত একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নৌ পুলিশের উদ্যোগে মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হিমঘরে রাখা হয়। বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়ে সংবাদ প্রচার হলে নিহতের স্ত্রী আমাদের সঙ্গে যোগাযোগ করেন। বৃহস্পতিবার মরদেহটি তাঁর স্বামীর বলে শনাক্ত করেন।’

ওসি একরাম উল্লাহ আরও বলেন, নিহত দন্ত চিকিৎসকের পরিবারকে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ওই চিকিৎসক নদীতে ডুবে আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ