হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্ত্রীর সঙ্গে চিকিৎসকের শেষ কথা ছিল ‘ভালো থেকো’ 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় পাওয়া গেছে। ওই ব্যক্তির নাম রাজেশ বড়ুয়া (৩২)। তিনি একজন দন্ত চিকিৎসক।

গতকাল বৃহস্পতিবার ওই চিকিৎসকের স্ত্রী পূজা বড়ুয়া মরদেহ শনাক্ত করেছেন। আজ শুক্রবার রাজেশ বড়ুয়ার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

সদরঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেন।

রাজেশ বড়ুয়ার পরিবার ও স্ত্রী পূজা বড়ুয়া জানান, বাঁশখালী উপজেলার পূর্ব শীলকূপ এলাকার কমল কান্তি বড়ুয়ার ছেলে রাজেশ বড়ুয়া। দীর্ঘদিন ধরে রাজেশ বড়ুয়া স্ত্রী নিয়ে চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকার একটি ভাড়াবাসায় থাকতেন। চকবাজার এলাকার একটি চেম্বারে নিয়মিত রোগীও দেখতেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাসা থেকে বের হয়ে তিনি ফেরেননি। বেলা ৩টার দিকে স্ত্রীকে কল দিয়ে বলেন ‘ভালো থেকো’। এরপর কল কেটে দেন।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত (ওসি) একরাম উল্লাহ বলেন, ‘গত মঙ্গলবার বেলা দেড়টার দিকে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাট এলাকা থেকে অজ্ঞাত একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নৌ পুলিশের উদ্যোগে মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হিমঘরে রাখা হয়। বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়ে সংবাদ প্রচার হলে নিহতের স্ত্রী আমাদের সঙ্গে যোগাযোগ করেন। বৃহস্পতিবার মরদেহটি তাঁর স্বামীর বলে শনাক্ত করেন।’

ওসি একরাম উল্লাহ আরও বলেন, নিহত দন্ত চিকিৎসকের পরিবারকে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ওই চিকিৎসক নদীতে ডুবে আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি