হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

সিআইপি বেড়িবাঁধ ও খাল দখল করে ভবন নির্মাণ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে চাঁদপুর সেচ প্রকল্পের (সিআইপি) বেড়িবাঁধ ও খাল দখল করে অবৈধভাবে ভবন নির্মাণ করছেন মানিক হাওলাদার নামের এক ব্যক্তি। উপজেলার হায়দরগঞ্জ-হাজীমারা অংশের চমকাবাজার এলাকায় এ ভবন নির্মাণ করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুধু একজন মানিক হাওলাদার নন, অনেকেই অবৈধভাবে খাল দখল করে স্থাপনা নির্মাণ করছেন। তাই অস্তিত্ব সংকটে পড়ছে ডাকাতিয়া নদীর এ শাখা খালটি। প্রায় ১০ কিলোমিটার দৈর্ঘ্যের এ খালটি বন্ধ হয়ে গেলে বিঘ্নিত হবে অন্তত ১২টি বিলের পানি সরবরাহ ও চাষাবাদ। জলাবদ্ধ হয়ে পড়বে ৪টি ইউনিয়নের বিপুলসংখ্যক জনগোষ্ঠী। মানিক হাওলাদার নিচ থেকে পাকা পিলার নির্মাণ করে সড়কের সমান করে ঢালাই দিয়েছেন। তবে দুই দফা হাজীমারা পুলিশ ফাঁড়ির লোকজন এসে এই নির্মাণকাজে বাঁধা দেন। কিন্তু তিনি নির্মাণকাজ অব্যাহত রেখেছেন। 
আজ শুক্রবার দুপুরে গিয়ে দেখা গেছে, চমকা বাজার এলাকায় বেড়িবাঁধের পাড় ও খালের পাড় দখল করে মানিক হাওলাদারের স্থায়ী অবকাঠামো নির্মাণকাজ চলছে।

এ সময় জানতে চাইলে মানিক হাওলাদার বলেন, ‘অবৈধ জেনেও অন্যদের দেখাদেখি আমিও খাল ও বেড়িবাঁধ দখল করে ঘর নির্মাণ করছি। অন্যদের বাঁধা না দেওয়া হলেও আমাকে দেওয়া হয়েছে। পুলিশ বাঁধা দেওয়ার পর নির্মাণকাজ বন্ধ করে রেখেছি। অনেকেই এই খাল ও বেড়িবাঁধ দখল করে ঘর নির্মাণ করেছে। তবে জেনেবুঝে কাজটি করা আমার ঠিক হয়নি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন দাশ বলেন, ‘খাল ও বেড়িবাঁধ দখলের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের জেলা প্রকৌশলীর দপ্তরকে জানানো হবে। তাঁরা উচ্ছেদের ব্যবস্থা নিলে আমরা সর্বাত্মক সহযোগিতা দেব।’

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির