হোম > সারা দেশ > চট্টগ্রাম

বৈষম্যবিরোধী আন্দোলন: হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গ্রেপ্তার আকবর আলী। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আকবর আলীকে (৪৬) গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার (২২ জুন) রাতে ডবলমুরিং থানাধীন পানওয়ালাপাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে নগর পুলিশের পশ্চিম জোনের উপকমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, গত বছরের ৫ আগস্ট রাত সাড়ে ৮টায় দেওয়ানহাট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্থানীয় ও বহিরাগত কিছু লোক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় বরফ সরবরাহে নিয়োজিত মো. ইউসুফ গুলিতে আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইউসুফের বাবা এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উপকমিশনার হোসাইন কবির বলেন, ‘গ্রেপ্তার হওয়া আকবর আলী ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। আকবর আলী ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে ছাত্র-জনতার ওপর হামলা করে গুলি চালায়। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।’

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা