হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে স্কুলছাত্র জখম

চাঁদপুর প্রতিনিধি

মো. আয়াশ। ছবি: সংগৃহীত

পূর্বশত্রুতার জেরে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মো. আয়াশকে ছুরিকাঘাত করে জখম করার অভিযোগ উঠেছে আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। আজ বুধবার দুপুরে হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

হামলার শিকার আয়াশ জেলার ফরিদগঞ্জ উপজেলার সেকদি গ্রামের মৃত মনির মিজির ছেলে। সে পরিবারের সঙ্গে জেলা শহরের নিউ ট্রাক রোডে বসবাস করে। আজ সন্ধ্যায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

খোঁজ নিয়ে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ১০ থেকে ১২ জন শিক্ষার্থী অতর্কিতভাবে আয়াশের ওপর হামলা করে। এতে আয়াশের পিঠে এবং বাঁ হাতে জখম হয়। হাসান আলী স্কুলের কয়েকজন ছাত্রের পরিকল্পনায় এই হামলা করা হয়েছে বলে জানায় আয়াশ।

এদিকে আয়াশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে। এ ঘটনার জেরে উভয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পুনরায় মারামারি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান স্থানীয়রা।

ওসি বাহার মিয়া বলেন, এ ঘটনায় হামলার শিকার শিক্ষার্থী আয়াশের মা নাছরিন থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের