হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে স্কুলছাত্র জখম

চাঁদপুর প্রতিনিধি

মো. আয়াশ। ছবি: সংগৃহীত

পূর্বশত্রুতার জেরে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মো. আয়াশকে ছুরিকাঘাত করে জখম করার অভিযোগ উঠেছে আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। আজ বুধবার দুপুরে হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

হামলার শিকার আয়াশ জেলার ফরিদগঞ্জ উপজেলার সেকদি গ্রামের মৃত মনির মিজির ছেলে। সে পরিবারের সঙ্গে জেলা শহরের নিউ ট্রাক রোডে বসবাস করে। আজ সন্ধ্যায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

খোঁজ নিয়ে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ১০ থেকে ১২ জন শিক্ষার্থী অতর্কিতভাবে আয়াশের ওপর হামলা করে। এতে আয়াশের পিঠে এবং বাঁ হাতে জখম হয়। হাসান আলী স্কুলের কয়েকজন ছাত্রের পরিকল্পনায় এই হামলা করা হয়েছে বলে জানায় আয়াশ।

এদিকে আয়াশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে। এ ঘটনার জেরে উভয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পুনরায় মারামারি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান স্থানীয়রা।

ওসি বাহার মিয়া বলেন, এ ঘটনায় হামলার শিকার শিক্ষার্থী আয়াশের মা নাছরিন থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড