হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীর ঘরে ঢুকে গলা ও দুই হাত-পায়ের রগ কাটল দুর্বৃত্তরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া শহরে ‘পূর্বশত্রুতার জেরে’ এক কিশোরীর (১৫) ঘরে ঢুকে প্রতিপক্ষ গলা ও দুই হাত-পায়ের রগ কেটে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে শহরের মেড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। 

ওই কিশোরীর বাড়ি সরাইল উপজেলার ইসলামাবাদ (গোগদ) গ্রামে। সে জেলা শহরের মেড্ডায় বড় বোনের বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। 

জানা যায়, ওই কিশোরীর বড় বোন সকালে তাঁকে ও তাঁর এক ভাগনিকে বাড়িতে রেখে বাজারে যান। ওই কিশোরীকে ঘরে রেখে তাঁর ভাগনি ছাদে যায়। এর কিছুক্ষণ পরই ওই কিশোরীর চিৎকার শুনতে পেয়ে বাড়িওয়ালাসহ প্রতিবেশীরা ছুটে আসেন। সেখানে গিয়ে তাঁরা দেখতে পান কিশোরী মেঝেতে পড়ে ছটফট করে কান্না করছে। তার গলা, দুই হাত ও পায়ের রগ কাটা। দ্রুত তাকে উদ্ধার করে জেলা জেনারেল হাসপাতালে নিলে সার্জারি বিভাগে ভর্তি করা হয়। 

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাবিবুর রহমান জানান, ওই কিশোরীকে সার্জারি বিভাগে ভর্তি দেওয়া হয়েছে। তবে সে আশঙ্কামুক্ত রয়েছে। 

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা হাসপাতালে গিয়েছিলাম। ঘটনাস্থল পরিদর্শন করেছি। মেয়েটি হামলাকারীদের চিনতে পারেনি। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে।’ 

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক