ব্রাহ্মণবাড়িয়া শহরে ‘পূর্বশত্রুতার জেরে’ এক কিশোরীর (১৫) ঘরে ঢুকে প্রতিপক্ষ গলা ও দুই হাত-পায়ের রগ কেটে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে শহরের মেড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
ওই কিশোরীর বাড়ি সরাইল উপজেলার ইসলামাবাদ (গোগদ) গ্রামে। সে জেলা শহরের মেড্ডায় বড় বোনের বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে।
জানা যায়, ওই কিশোরীর বড় বোন সকালে তাঁকে ও তাঁর এক ভাগনিকে বাড়িতে রেখে বাজারে যান। ওই কিশোরীকে ঘরে রেখে তাঁর ভাগনি ছাদে যায়। এর কিছুক্ষণ পরই ওই কিশোরীর চিৎকার শুনতে পেয়ে বাড়িওয়ালাসহ প্রতিবেশীরা ছুটে আসেন। সেখানে গিয়ে তাঁরা দেখতে পান কিশোরী মেঝেতে পড়ে ছটফট করে কান্না করছে। তার গলা, দুই হাত ও পায়ের রগ কাটা। দ্রুত তাকে উদ্ধার করে জেলা জেনারেল হাসপাতালে নিলে সার্জারি বিভাগে ভর্তি করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাবিবুর রহমান জানান, ওই কিশোরীকে সার্জারি বিভাগে ভর্তি দেওয়া হয়েছে। তবে সে আশঙ্কামুক্ত রয়েছে।
এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা হাসপাতালে গিয়েছিলাম। ঘটনাস্থল পরিদর্শন করেছি। মেয়েটি হামলাকারীদের চিনতে পারেনি। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে।’