হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীর ঘরে ঢুকে গলা ও দুই হাত-পায়ের রগ কাটল দুর্বৃত্তরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া শহরে ‘পূর্বশত্রুতার জেরে’ এক কিশোরীর (১৫) ঘরে ঢুকে প্রতিপক্ষ গলা ও দুই হাত-পায়ের রগ কেটে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে শহরের মেড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। 

ওই কিশোরীর বাড়ি সরাইল উপজেলার ইসলামাবাদ (গোগদ) গ্রামে। সে জেলা শহরের মেড্ডায় বড় বোনের বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। 

জানা যায়, ওই কিশোরীর বড় বোন সকালে তাঁকে ও তাঁর এক ভাগনিকে বাড়িতে রেখে বাজারে যান। ওই কিশোরীকে ঘরে রেখে তাঁর ভাগনি ছাদে যায়। এর কিছুক্ষণ পরই ওই কিশোরীর চিৎকার শুনতে পেয়ে বাড়িওয়ালাসহ প্রতিবেশীরা ছুটে আসেন। সেখানে গিয়ে তাঁরা দেখতে পান কিশোরী মেঝেতে পড়ে ছটফট করে কান্না করছে। তার গলা, দুই হাত ও পায়ের রগ কাটা। দ্রুত তাকে উদ্ধার করে জেলা জেনারেল হাসপাতালে নিলে সার্জারি বিভাগে ভর্তি করা হয়। 

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাবিবুর রহমান জানান, ওই কিশোরীকে সার্জারি বিভাগে ভর্তি দেওয়া হয়েছে। তবে সে আশঙ্কামুক্ত রয়েছে। 

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা হাসপাতালে গিয়েছিলাম। ঘটনাস্থল পরিদর্শন করেছি। মেয়েটি হামলাকারীদের চিনতে পারেনি। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে।’ 

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য