হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে ‘চোর চক্রের প্রধান’সহ গ্রেপ্তার ৩ 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে কয়েক মাস ধরে ঘটা চুরির ঘটনার মূল হোতা দেলোয়ার হোসেনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র, ল্যাপটপ, মোটরসাইকেল, চুরির সরঞ্জাম ও একটি স্মার্টফোন জব্দ করা হয়। আজ রোববার দুপুর ১২টার দিকে মিরসরাই থানায় চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) ইফতেখার হাসান সংবাদ সম্মেলনে এ তথ্য দেন।

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার জানান, পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অনেক শক্তিশালী চোর চক্রের সদস্য। তারা চট্টগ্রামকে চার ভাগে ভাগ করে চুরি করত। দিনের বেলায় নির্দিষ্ট এলাকা গিয়ে ছক কষত ও রাতে সুযোগ বুঝে চুরি করত। তাদের মূল টার্গেট ছিল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর এবং ইউনিয়ন পরিষদ দপ্তর ও মোটরসাইকেল।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন সাংবাদিকদের জানান, দীর্ঘ এক মাস চেষ্টা চালিয়ে চট্টগ্রামকেন্দ্রিক একটি চোর চক্রকে চিহ্নিত করে তাদের ধরার জন্য সোর্স নিয়োগ করে সফল হয়েছেন। সোর্সের দেওয়া তথ্যে গতকাল শনিবার বেলা দুইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া চক্ষু হাসপাতাল এলাকায় পুলিশ তল্লাশি চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ হুমায়ুন কবির ওরফে কবির নামে একজনকে আটক করে। এ সময় তার কাঁধে থাকা ব্যাগ জব্দ করে তা থেকে চুরির কাজের ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়। পরে দেহ তল্লাশি করে দেশি তৈরি একটি এলজি বন্দুক এবং দুটি কার্তুজ উদ্ধার করা হয়। এরপর কবিরের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার ইফতেখার হাসান ও তাঁর (ওসি) নেতৃত্বে চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের মূল হোতা দেলোয়ার হোসেন ছাড়াও আক্তারুজ্জামান রাজু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় দেলোয়ারের ভাড়াবাসা থেকে চুরি হওয়া ১০টি ল্যাপটপ ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মিরসরাইয়ের জোরারগঞ্জ ও মিরসরাই থানায় চুরি-ডাকাতির চারটি মামলা রয়েছে। অবৈধ অস্ত্র রাখার অপরাধে মিরসরাই থানায় নতুন একটি মামলা করা হয়েছে।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড