হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরে মো. মোরশেদ (৪০) নামের এক ব্যক্তি ছুরিকাঘাতে খুন হয়েছেন। পুলিশ জানিয়েছে, পারিবারিক ঝগড়ার জের ধরে ছোট ভাই মো. জসিম তাঁকে হত্যা করেন। এরপর তিনি গা ঢাকা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে নগরের চান্দগাঁও থানার রাহাত্তারপুল মাজার গেট এলাকায় এ ঘটনা ঘটে। মোরশেদ পশ্চিম বাকলিয়া কে বি আমান আলী রোডের বাসিন্দা।

চান্দগাঁও থানা-পুলিশ জানিয়েছে, অনেক দিন ধরে পারিবারিক বিষয় নিয়ে মোরশেদ ও জসিমের মধ্যে মনোমালিন্য চলছিল। এর জের ধরেই তাঁদের সম্পর্কের অবনতি হয়। আজ দুপুরে তর্কাতর্কির একপর্যায়ে জসিম তাঁর বড় ভাই মোরশেদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, ঘটনার পর পরিবারের লোকজন আহত মোরশেদকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, রাহাত্তারপুল এলাকায় এক ভাইয়ের ছুরিকাঘাতে আরেক ভাই নিহত হয়েছেন। অভিযুক্ত ব্যক্তিকে আটকে অভিযান চালানো হচ্ছে।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০