চট্টগ্রামের হাটহাজারীতে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় ওই দম্পতির কাছ থেকে ৬৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের নতুনপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন ওই ইউনিয়নের আব্দুস সামাদের ছেলে মাহামুদুল হক প্রকাশ (৬০) ও তাঁর স্ত্রী জোসনা আক্তার (৪৫)।
র্যাবের হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত এসপি মো. মাহফুজুর রহমান জানান, মাহামুদুল হক প্রকাশের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানা ও নগরীর কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা রয়েছে।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ওই দম্পতির বাসায় অভিযান চালিয়ে তাঁদের বসতঘরের বিভিন্ন স্থান থেকে ৬৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তাঁরা দীর্ঘদিন যাবৎ চোলাই মদ ক্রয়-বিক্রয় করে আসছিলেন।