হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভাটিয়ারি শিপ ব্রেকার্সের চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বিদেশ থেকে পুরোনো জাহাজ আমদানি করে এলসি বাবদ ব্যাংকের ঋণ পরিশোধ না করে ৪১ কোটি ২০ লাখ ১২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ভাটিয়ারি শিপ ব্রেকার্স লিমিটেডের চেয়ারম্যান, এমডিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ বুধবার চট্টগ্রাম মহানগর আদালতে মামলাটি করা হয়।

চট্টগ্রাম মহানগর আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের কাছে মামলাটি করেন যমুনা ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. শহীদ উল্লাহ। আদালত মামলাটি তদন্তের জন্য চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশকে নির্দেশনা দেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন যমুনা ব্যাংক লিমিটেডের আইন উপদেষ্টা অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহসান।

মামলার আসামিরা হলেন ভাটিয়ারি শিপ ব্রেকার্স লিমিটেডের চেয়ারম্যান মোজাফফর হোসেন (৫৭), প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নাঈম শাহ ইমরান (৫৮) ও পরিচালক মো. জামাল উদ্দিন (৫৭)। তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধি-৪০৬ / ৪১৭ / ৪২০ / ৪২২ / ৫০৬ / ১০৯ / ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহসান বলেন, অভিযুক্তরা ২০১৯ সালে বিদেশ থেকে পুরোনো জাহাজ আমদানি করার জন্য একটি এলসি খোলেন। এলসি বাবদ একটি এলটিআর ঋণ সৃজন করে রপ্তানিকারকের অনুকূলে ওই আমদানি করা জাহাজের মূল্য ৩৯ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু আসামিরা ওই ঋণের শর্ত ভঙ্গ করে আমদানি করা পুরোনো জাহাজ বিক্রির টাকা ব্যাংকে ঋণ পরিশোধ না করে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেছেন।

এ বিষয়ে বাদী টাকা পরিশোধের জন্য অভিযুক্তদের একাধিকবার চিঠি ও লিগ্যাল নোটিশ পাঠালেও তাঁরা টাকা পরিশোধ করেননি। গত ৩০ জুন পর্যন্ত আসামিদের কাছে ঋণ বাবদ ৪১ কোটি ২০ লাখ ১২ হাজার ৩৪৪ টাকা পাওনা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড

চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বোয়ালখালীতে নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল মরদেহ

বিএনপির ৯ জন খুন দুই নেতার বিরোধে

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

চট্টগ্রামে চা বোর্ডের জমি থেকে উচ্ছেদ হচ্ছে আরএসআরএমের কারখানা

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা রুবেল হত্যা মামলায় ৪ জনের ফাঁসি