হোম > সারা দেশ > চট্টগ্রাম

সিএমপিতে আলোচিত ওসি মহসীন খুলনা রেঞ্জে বদলি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) আলোচিত ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীনকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে। 

গতকাল বুধবার (১৮ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (এএন্ডও) ড. মোহাম্মদ মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে আগামী ২৫ আগস্টের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদানের জন্য সিএমপি থেকে ছাড়পত্র নিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

নগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত উপকমিশনার আরাফাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত ওসি মোহাম্মদ মহসীনের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। দুইবার ‘পিপিএম’ ও একবার ‘আইজিপি ব্যাজ’ পদক পাওয়া মহসীন ২০০১ সালে উপপরিদর্শক (এসআই) পদে পুলিশে যোগ দেন। এরপর ২০০২ সালে তাঁকে খুলনা মেট্রোপলিটন পুলিশে পদায়ন করা হয়। ২০০৩ সালে এসআই হিসেবে যোগ দেন নড়াইল সদর থানায়। ২০০৫ সালে উপপরিদর্শক হিসেবে যোগ দেন সিএমপির খুলশী থানায়।

কোতোয়ালির ওসি থাকার সময় তিনি প্রথম ‘হ্যালো ওসি’ কার্যক্রম শুরু করেন। পরে এ ধারণাটি সিএমপির অন্য থানাসহ সারা দেশে ছড়িয়ে পড়ে। এ ছাড়া বিভিন্ন সময় গণমুখী কর্মসূচির মাধ্যমে সিএমপি’র থানাগুলোতেও তিনি আলোচনায় ছিলেন। 

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি