হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে চুরি যাওয়া মোবাইল-ল্যাপটপসহ দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে কোতোয়ালিতে এক সপ্তাহ আগে দিনদুপুরে একটি প্রতিষ্ঠানে চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁদের লালদীঘির পাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ওই অফিস থেকে চুরি যাওয়া মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়। 

গ্রেপ্তাররা হলেন কুমিল্লার মুরাদনগর থানার মো. আরিফ (২২) ও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জাহাঙ্গীর আলম (৪০)। কোতোয়ালি থানা-পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে। 

পুলিশ জানায়, ৮ এপ্রিল কোতোয়ালি থানাধীন নন্দনকানন পুলিশ প্লাজা মার্কেটে অবস্থিত সোর্সিং সলিউশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে চুরির অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। ওই দিন প্রতিষ্ঠানটির মালিক মঈন উদ্দিন চৌধুরী মসজিদে নামাজ শেষে অফিসে ঢুকলে এই চুরির বিষয়ে টের পান। ওই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়। 

মামলাটির তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত চৌধুরী বলেন, গ্রেপ্তার দুজন চট্টগ্রাম মহানগরী এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অফিস ও বাসভবনে চুরির সঙ্গে জড়িত। এরা মূলত দিনের বেলায় সুযোগ বুঝে চুরি করে থাকে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল