হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে চুরি যাওয়া মোবাইল-ল্যাপটপসহ দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে কোতোয়ালিতে এক সপ্তাহ আগে দিনদুপুরে একটি প্রতিষ্ঠানে চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁদের লালদীঘির পাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ওই অফিস থেকে চুরি যাওয়া মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়। 

গ্রেপ্তাররা হলেন কুমিল্লার মুরাদনগর থানার মো. আরিফ (২২) ও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জাহাঙ্গীর আলম (৪০)। কোতোয়ালি থানা-পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে। 

পুলিশ জানায়, ৮ এপ্রিল কোতোয়ালি থানাধীন নন্দনকানন পুলিশ প্লাজা মার্কেটে অবস্থিত সোর্সিং সলিউশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে চুরির অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। ওই দিন প্রতিষ্ঠানটির মালিক মঈন উদ্দিন চৌধুরী মসজিদে নামাজ শেষে অফিসে ঢুকলে এই চুরির বিষয়ে টের পান। ওই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়। 

মামলাটির তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত চৌধুরী বলেন, গ্রেপ্তার দুজন চট্টগ্রাম মহানগরী এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অফিস ও বাসভবনে চুরির সঙ্গে জড়িত। এরা মূলত দিনের বেলায় সুযোগ বুঝে চুরি করে থাকে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ