হোম > সারা দেশ > চট্টগ্রাম

সংঘর্ষে মাদ্রাসা প্রতিষ্ঠাতার মৃত্যুর পর জমির দখল ছাড়লেন মালিকানা দাবিদার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় মাদ্রাসার নাম পরিবর্তন ও মালিকানা নিয়ে সংঘর্ষে মারা যাওয়া রুহুল আমিনের (৫৬) দাফন সম্পন্ন হয়েছে। তবে এ ঘটনায় প্রতিপক্ষ কামাল উদ্দিনের পরিবার সমঝোতায় আসায় নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ না দেওয়ায় ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন করা হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার আশিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মল্লাপাড়া আহমদিয়া রহমানিয়া ফোরকানিয়া মাদ্রাসাটির নাম পরিবর্তন ও মালিকানা কার হাতে থাকবে এ দিয়ে দু’পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। ২২ অক্টোবর শুক্রবার জুমার নামাজের পর একটি সালিসি বৈঠকের কথাও ছিল। কিন্তু তার আগেই গতকাল সকাল ১১টার দিকে উত্তেজিত উভয় পক্ষের লোকজন কথা-কাটাকাটির একপর্যায়ে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা রুহুল আমিন মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত পটিয়া হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

রুহুল আমিনের মৃত্যুর পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও প্রতিপক্ষের মাদ্রাসা দখল ছেড়ে দেওয়ার লিখিত প্রতিশ্রুতির পর এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। যারা মাদ্রাসার নাম পরিবর্তন ও মালিকানা নিয়ে বিরোধ করে আসছিলেন তাঁদের সঙ্গে নিহত রুহুল আমিনের পরিবারের সঙ্গে এ বিষয়ে একটি সমঝোতা হয়েছে বলে জানা গেছে।

নিহতের বড় ছেলে মসিউর রহমান মুন্না বলেন, আমার বাবার হত্যার বিচার চেয়ে আমি মামলার চিন্তা করলেও ময়নাতদন্ত করতে হবে, তাই মামলা থেকে সরে এসেছি। ঝামেলায় না গিয়ে থানায় অভিযোগ করিনি। যা হওয়ার তা তো হয়েই গেছে। বাবাকে তো আর ফিরে পাব না!

এদিকে রুহুল আমিন গত ৬ অক্টোবর মাদ্রাসাটি দখলমুক্ত করতে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বরাবর একটি লিখিত অভিযোগ করেছিলেন। 

ইউএনও ফয়সাল আহমেদ বলেন, আশিয়া মল্লাপাড়া এলাকায় মাদ্রাসা সংক্রান্ত রুহুল আমিনের একটি লিখিত অভিযোগ পাওয়ার পরদিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে পাঠিয়ে দিয়েছি। যেহেতু এটা মাদ্রাসা সংক্রান্ত ব্যাপার। এ অভিযোগের তদন্তকাজ চলমান। এরপর তদন্ত যা প্রমাণিত হয় সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার তারিক রহমান বলেন, আশিয়া মল্লাপাড়া এলাকায় একটি ফোরকানিয়া মাদ্রাসার মালিকানা নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে এ নিয়ে অনেক দিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানতে পারি শুক্রবার সকালে এ নিয়ে এলাকার লোকজন কথা-কাটাকাটির সময় রুহুল আমিন উত্তেজিত হয়ে গেলে মাথা ঘুরে পড়ে যান। সেসময় তাঁকে কেউ ধাক্কা দেয়নি বা মারেনি। আমরা তাঁর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারি তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন। এ ছাড়া সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও করা হয়নি।

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ