হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে পাগলা হাতির আক্রমণে মায়ের কোল থেকে পড়ে গিয়ে শিশুর মৃত্যু

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলীতে পাগলা হাতির আক্রমণে মো. আরমান জাওয়াদ নামের সাত মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন শিশুটির মা খতিজা বেগম (৩৭)। গতকাল শুক্রবার (২২ মার্চ) রাতে উপজেলার বড় উঠান ইউনিয়নের শাহমীরপুর ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত জাওয়াদ ওই এলাকার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী আবদুল আজিজ বলেন, গতকাল রাত ১টার দিকে বড় উঠান ইউনিয়নের শাহমীরপুর ৬ নম্বর ওয়ার্ডের মাজারপাড়ার আবদুল গফুরের ঘর ভেঙে ফেলে হাতি। সেখান থেকে এলাকাবাসীর ধাওয়া খেয়ে পাশের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইব্রাহিমের বাড়ি যায় হাতির দল। হাতি তাদের ঘরে তাণ্ডব চালালে প্রাণ বাঁচাতে ঘুমন্ত শিশুকে নিয়ে ওই গৃহবধূ পাশের একটি ঘরে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁর কোল থেকে শিশুটি পড়ে গেলে হাতির আক্রমণে শিশুটি মারা যায় এবং তার মা আহত হন।

প্রতিবেশী আবদুল আজিজ আরও বলেন, হাতির শুঁড়ের আঘাতে শিশুটি মাথায় গুরুতর আঘাত পায়। এলাকাবাসীর সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত খতিজাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড

চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বোয়ালখালীতে নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল মরদেহ