হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, বাস থেকে নামতে গিয়ে পা থেঁতলে গেল শিক্ষকের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে অতিরিক্ত ভাড়া নিয়ে বাড়াবাড়ির একপর্যায়ে বাস থেকে নামতে গিয়ে চাকার নিচে পা পড়ে রহমত উল্লাহ নামে এক স্কুলশিক্ষক আহত হয়েছেন। এ ঘটনার পর ওই স্কুলশিক্ষকদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বেলা দেড়টায় নগরীর কোতোয়ালি থানাধীন স্টেশন রোডের মোটেল সৈকতের সামনে এই ঘটনা ঘটে। 

আহত শিক্ষক রহমত উল্লাহ নগরীর পাঁচলাইশ এলাকার হাবিবউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। 

জানা যায়, অক্সিজেন এলাকা থেকে বাসে করে পিটিআই যাওয়ার জন্য রহমত উল্লাহ বাসটিতে ওঠেন। এ সময় অক্সিজেন থেকে নিউ মার্কেট ১৭ টাকা দাবি করেন বাসের হেলপার। এটা নিয়ে উভয়ের মধ্যে বাড়াবাড়ি হয়। তর্কাতর্কির একপর্যায়ে স্টেশন রোডের বটতলি এলাকায় তাকে নামতে না দিয়ে নতুন রেলস্টেশন এলাকায় নিয়ে যাওয়া হয়। এ সময় রহমত উল্লাহ চলন্ত বাস থেকে নেমে পড়েন। 

শিক্ষকের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, আমরা দুর্ঘটনায় আহত রহমত উল্লাহকে থানায় একটি অভিযোগ দেওয়ার  জন্য বলেছি। উনি অভিযোগ করলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ঘটনায় আপাতত বাসটি আটক করা হয়েছে বলে জানান ওসি নেজাম। 

 ঘটনাস্থলে যাওয়া কোতোয়ালি থানার উপপরিদর্শক নয়ন বড়ুয়া বলেন, বাস ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে প্রথমে কথা-কাটাকাটি হয়েছিল রহমত উল্লাহর। বাড়াবাড়ির একপর্যায়ে পরে তিনি বাস থেকে নামতে যান। নামার সময় অসাবধানতাবশত ওনার পা চাকার নিচে পড়ে গিয়েছিল। পরে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫