হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৬৫ বসতঘর 

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অগ্নিকাণ্ডে প্রায় ৬৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় সমুদ্রে মাছ ধরার সরঞ্জাম ও নগদ অর্থ পুড়ে গেছে। এই অগ্নিকাণ্ডে আনুমানিক ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিরা। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ১ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার জলদাশপাড়ায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জলদাসপাড়ার জেলেপাড়ায় হঠাৎ করে আগুন দেখতে পান স্থানীয়রা। এরপর দ্রুত বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন ওই পাড়ার লোকজন। নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার কারণে আহত বা নিহতের ঘটনা ঘটেনি। স্থানীয়দের ধারণা, শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ভয়াবহ আগুনের লেলিহান শিখায মুহূর্তের মধ্যে ৬৫টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আসার আগেই ঘরগুলো সম্পূর্ণ পুড়ে যায়। 

ক্ষতিগ্রস্ত পরিবারেরগুলো হলো গুরু দাশ, সনজয়, বিজয়, সনতো, রাখালসহ ৬৫টি পরিবারের বসতঘর। 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তোষ বলেন, ‘ভোররাতে হঠাৎ করে বসতঘরে আগুন জ্বলতে দেখে আমি ও আমাদের পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি থেকে দ্রুত বের হয়ে যাই। দ্রুত বের হয়ে যাওয়ায় কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে বাড়িতে থাকা এ সময় সমুদ্রে মাছ ধরার সরঞ্জাম ও নগদ টাকা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।’ 

বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার আবুল বশর বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আমরা যাওয়ার আগেই বসতঘরগুলো পুড়ে ছাই হয়ে গেছে। পাশে থাকা অন্যান্য বসতঘর রক্ষার জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি।’ 

চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুল হক চৌধুরী বলেন, বুধবার ভোররাতে চাম্বল বাংলা এলাকার জলদাসপাড়ায় হঠাৎ করে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘জলদাশপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর শুনে ভোরে আমি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলেপাড়ার বসতঘরগুলো সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো ত্রাণ বিতরণ করা হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তালিকা তৈরির পরে ক্ষতিগ্রস্তদের মধ্যে সরকারি সাহায্য সহযোগিতা প্রদান করা হবে।’ 

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য