হোম > সারা দেশ > কুমিল্লা

আগামীকাল সোমবার শেষ হচ্ছে কুসিক মেয়রের দায়িত্ব

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কুর মেয়াদ আগামীকাল সোমবার শেষ হবে। আগামী মঙ্গলবার থেকে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতার দায়িত্ব পালন করবেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. সফিকুল ইসলাম। 

জানা গেছে, আগামী মঙ্গলবার কুমিল্লা সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন। মনোনয়নপত্র বাছাই আগামী বুধবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। নির্বাচন ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হবে। বর্তমানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছে ১ লাখ ১৭ হাজার ৯২ জন। পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। 

নির্দেশনা থেকে জানা যায়, স্থানীয় সরকার আইন-২০০৯ এর ৬ ধারা অনুযায়ী আগামীকাল সোমবার কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের মেয়াদ শেষ হবে। এরই মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তাই আগামী মঙ্গলবার থেকে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সিটি করপোরেশনের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতার দায়িত্ব পালন করবেন।

কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন

আজ রোববার ড. সফিকুল ইসলাম অফিস আদেশ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বুধবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামছুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মানে আমাকে দায়িত্ব গ্রহণের জন্য অফিস আদেশ দেওয়া হয়। আমি নির্দেশনা পেয়েছি। মেয়র পদ ছেড়ে দেওয়ার পরই এ নির্দেশনা কার্যকর হবে। 

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ