হোম > সারা দেশ > নোয়াখালী

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ৪ যুবককে গণপিটুনি, ভ্রাম্যমাণ আদালতে সাজা

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ৪ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল রোববার সকালে উপজেলার চরবাটা ইউনিয়নে সেন্টার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে ভ্রাম্যমাণ আদালত চার যুবককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। 

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্তদের বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, আটককৃতদের আজ সোমবার সকালে জেল হাজতে পাঠানো হবে। 

সাজাপ্রাপ্তরা হলেন, চরজুবলী ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রামের ফখরুল ইসলামের ছেলে শাকিব (২৪), আবুল কাশেমের ছেলে মিরাজ (২৪), নুর ইসলামের ছেলে ছারওয়ার হোসেন (২৬) ও মোস্তফা সারেং এর ছেলে নুর উদ্দিন (২৫)। তাঁরা সবাই স্থানীয় সেন্টার বাজার বিএসবি ব্রিকসের শ্রমিক। এদের মধ্যে আবুল কাশেমের ছেলে মিরাজকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয় এবং বাকিদের তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়। 

স্থানীয়রা বলছে, সকাল সাড়ে সাতটার দিকে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় বখাটেরা তাঁর ওড়না টেনে ইভটিজিংয়ের চেষ্টা করে। মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে চার যুবককে আটক করে গণপিটুনি দিয়ে চর জব্বার থানায় সোপর্দ করে। 

এ বিষয়ে চরজব্বার থানা-পুলিশের উপপরিদর্শক মো. সাগির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ৭টায় মেয়েটি প্রাইভেট পড়তে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। এরা ৪ জনই ইটভাটার শ্রমিক। তবে, অভিযুক্তদের দাবি তাঁরা ৪ জন একই মোটরসাইকেলযোগে যাওয়ার পথে মেয়েটির গায়ে ধাক্কা লাগে। কিন্তু ভুক্তভোগীর স্কুলছাত্রীর পরিবার দাবি করছে, তারা মেয়েটিকে উত্ত্যক্তে করার চেষ্টা করা হয়েছে। 

ইয়াবা-কাণ্ডে চট্টগ্রামে ৮ পুলিশ সদস্য বরখাস্ত

চট্টগ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ

পটিয়ায় স্কুলে শিক্ষার্থী ভর্তিতে আর্থিক লেনদেনের অভিযোগ

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ডাকাতি, দুই নিরাপত্তা প্রহরী খুন

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল