হোম > সারা দেশ > কক্সবাজার

প্রধানমন্ত্রীর ৩৫ লাখ টাকা অনুদান পাচ্ছেন চকরিয়ার সেই পরিবার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ছয় ভাইয়ের সেই পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৩৫ লাখ টাকা অনুদান পাচ্ছে। চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ জাফর আলমের সুপারিশে এই অনুদান দিচ্ছেন প্রধানমন্ত্রী। আজ বুধবার বেলা ৩টার দিকে ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

হাসানুল ইসলাম আদর বলেন, ‘একটি সড়ক দুর্ঘটনার ছয় ভাইয়ের পরিবার সব হারিয়েছে। দুর্ঘটনার দিন থেকে পরিবারগুলোর পাশে ছিলাম। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে তাঁরা বেঁচে থাকার আশাটুকুই হারিয়েছিল। পরে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে সাংসদ জাফর আলমের সুপারিশে আবেদন জমা করি। পরে তা মঞ্জুর হয়। অনুদানের চেক আনতে এখন আমি ঢাকার পথে। আনুষ্ঠানিকভাবে নিহতদের পরিবারকে চেক হস্তান্তর করা হবে।’

উল্লেখ্য, চলতি বছরের ৮ফেব্রুয়ারি ভোরে সাবেক স্বাস্থ্য পরিদর্শক সুরেশ চন্দ্রের শ্রাদ্ধানুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট নার্সারি গেট এলাকায় সবজি বোঝাই পিকআপ ভ্যান চাপায় ঘটনাস্থলে মারা যান অনুপম সুশীল (৪৬), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) ও স্মরণ সুশীল (২৯)।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৪দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান আরেক ভাই রক্তিম সুশীল। এ সময় সুরেশ চন্দ্রের দুই ছেলে ও মেয়ে আহত হন । তাঁরা এখন সুস্থতার পথে।

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা