হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিটিভি বিতর্ক প্রতিযোগিতায় জয়ী কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি প্রতিনিধি

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র কর্তৃক আয়োজিত ‘স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা-২০২২’-এ প্রথম রাউন্ডে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল টিমকে হারিয়ে জয়ী হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল টিম। বুধবার সকাল সাড়ে ১০টায় এই বিতর্ক অনুষ্ঠিত হয়।

বিতর্কের বিষয় ছিল, ‘নিজ জমিতে চাষের অধিকার থাকলেও গৃহ নির্মাণ অধিকার সীমিত করা উচিত’। এর পক্ষে অংশগ্রহণ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল টিম এবং বিপক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল টিম। 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল দলের সদস্যরা হলেন যথাক্রমে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মো. তরিকুল ইসলাম, মো. মূসা ভূঁইয়া এবং আব্দুর রহমান। এই বিতর্কে সেরা বিতার্কিক হয়েছেন মো. তরিকুল ইসলাম। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের বিতার্কিকেরা হলেন আফিয়া আবিদা মেহনাজ, মায়িশা রহমান ও আনিকা তাসনিম।

জয়ের অনুভূতি ব্যক্ত করে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি আল নাঈম বলেন, ‘জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় বিজয় লাভ আমাদের ধারাবাহিক কার্যক্রমের ফলাফল। কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বিতর্কের মাধ্যমে সুনাম এনে দিতে সব সময় কাজ করবে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।’

উল্লেখ্য, গত ২৭ মার্চ এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিতর্কের মোট দল হলো ১০৪ টি।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত