হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে সারবোঝাই লাইটার জাহাজডুবি, নিখোঁজ ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাকসুদা-২ নামে সারবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। গতকাল রোববার রাত পৌনে ১০টার দিকে নগরীর সদরঘাটের কর্ণফুলী ড্রাই ডক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জাহাজটির ১২ জন নাবিক-শ্রমিক নিরাপদে উদ্ধার হলেও সার আমদানিকারক প্রতিষ্ঠানের এক সার্ভেয়ার নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নৌ-পুলিশ।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, বহির্নোঙর থেকে আমদানিকৃত সার বোঝাই করে কর্ণফুলী নদীতে প্রবেশের সময় নদীর মাঝখানে ‘মাকসুদা-২’ নামের একটি লাইটার ডুবে গেছে। এতে একজন নিখোঁজ রয়েছেন বলে জানতে পেরেছি।’ খবর পেয়ে নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। তবে আমাদের আগেই জাহাজের লোকজন স্থানীয় নৌকার সহযোগিতায় উদ্ধার হয়। 

তবে উদ্ধার হওয়া নাবিকদের ভাষ্যমতে, জাহাজটিতে একজন সার্ভেয়ার ছিলেন, যিনি আমদানিকারকের পক্ষে জাহাজের আমদানিপণ্য সার্ভে করেন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। তাঁকে উদ্ধারে অভিযান চলছে। জাহাজটি মাঝ নদীতে ডুবেছে। এ কারণে কর্ণফুলী নদীতে অন্য জাহাজ চলাচলে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্দরের সহযোগিতায় বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ ‘কাণ্ডারী-৯’-এর মাধ্যমে দুর্ঘটনাস্থলে বয়া বসানো হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও কর্ণফুলী এক্সপ্রেসের কর্মকর্তা মো. খাইরুল ইসলাম বলেন, ‘রাত পৌনে ১০টার দিকে পণ্যবোঝাই জাহাজটি ধীরে ধীরে ডুবে যেতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাহাজের তলা ফুটো হয়ে যাওয়ায় পানির নিচে তলিয়ে গেছে। ডুবে যাওয়ার আগেই জাহাজে থাকা কয়েকজন ইঞ্জিনচালিত একটা বোটে উঠে যান এবং একজন সাঁতার কেটে তীরে উঠেছেন।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু