হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রায়পুরে ইউপি সদস্যের বিরুদ্ধে বৃদ্ধকে মারধর করে খালে ফেলে দেওয়ার অভিযোগ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে মো. আরিফুর রহমানের (৩৮) নামের এক ইউপি সদস্যের বিরুদ্ধে এক বৃদ্ধকে মারধর করে খালে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকালে উপজেলার কেরোয়া ইউনিয়নের দারোগাগো পুলের গোড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। আরিফুর রহমান ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।

ভুক্তভোগী বৃদ্ধ মো. বেল্লাল হোসেন পাটওয়ারীর (৭০) অভিযোগ, ইউপি সদস্য আরিফুর রহমানের দোকান থেকে মালামাল না কেনায় তাঁর সঙ্গে এই আচরণ করা হয়েছে। তবে ইউপি সদস্যের দাবি, আওয়ামী লীগের সমালোচনা করায় ওই বৃদ্ধকে চড়-থাপ্পড় দিয়েছেন তিনি।

বেল্লাল হোসেন পাটওয়ারী বলেন, কেরোয়া ইউনিয়নের জোড়পোল নামক স্থানে ইউপি সদস্য আরিফুর রহমানের রড, সিমেন্ট, ইট, বালু ও ফার্নিচারের ব্যবসা রয়েছে। ভাতিজার ভবন নির্মাণকাজের জন্য রড-সিমেন্ট কিনতে কয়েক দিন ধরে আরিফ মেম্বার তাঁকে চাপ দিচ্ছিলেন। তাঁর দোকান থেকে মালামাল না কেনায় তিনি মারধর করে রাস্তার পাশের খালে ফেলে দেন। তাতে তিনি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। আগেও তিনি অনেকের সঙ্গে এমন আচরণ করেছেন। নারী নির্যাতন ও ডাকাতির ঘটনায় গ্রেপ্তারও হয়েছিলেন। তিনি এর উপযুক্ত বিচার দাবি করেন।

তবে ইউপি সদস্য আরিফুর রহমান দাবি করেন, ‘গত সংসদ নির্বাচনে ওই বৃদ্ধকে ভোট দিতে যেতে বললেও তিনি যাননি। আজও আওয়ামী লীগ ও সরকারকে নিয়ে বেফাঁস কথাবার্তা বলায় তাঁকে চড়-থাপ্পড় দিয়েছি। এ সময় ধাক্কা খেয়ে তিনি খালে পড়ে গেছেন। দোকানে কেনাকাটার বিষয়টি সাজানো।’

এ বিষয়ে জানতে চাইলে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন ফারুক মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘কৃষকের লিখিত অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল