হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ের ঝরনা থেকে পড়ে মেডিকেল শিক্ষার্থী নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা থেকে নিচে পড়ে এক মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন। তাঁর নাম আল শাহরিয়ার আনাস (২২)। তিনি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী। মিরসরাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ মিরসরাই থানায় নিয়ে আসে পুলিশ। 

আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। 

নিহত আনাসের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। 

মিরসরাই থানার উপ–পরিদর্শক সুমন্ত মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ২০০ ফুট ওপরে বিপজ্জনক চূড়ার সাত স্তরের ঝরনায় ওঠেন আনাস। সকালে তাঁরা সাত বন্ধু বেড়াতে আসেন। আনাস সাঁতার জানতেন না। সেখান থেকে নিচে গভীর কূপের পানিতে পড়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে মিরসরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা চুয়াডাঙ্গা থেকে রওনা হয়েছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন করে থানায় রাখা হয়েছে।’ 

মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইমাম হোসেন বলেন, ‘আমরা দুপুর ২টায় নিহত আনাসকে উদ্ধার করে মস্তান নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।’ 

মস্তান নগর মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মো. এরশাদ উল্লাহ বলেন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের ১ম বর্ষে পড়ুয়া শিক্ষার্থী আনাসকে বিকেল ৪টায় মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য

চট্টগ্রামে কুকুরকে গাড়িচাপায় হত্যা, ডিসি বাসভবনের প্রহরীসহ ২ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

চাঁদাবাজি নিয়ে নৌ উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা চাইলেন চসিক মেয়র

চট্টগ্রাম বন্দরে অফডক বন্ধের কর্মসূচি থেকে সরলেন ডিপোমালিকেরা

বাবাকে মারধরের অভিযোগ এমপি প্রার্থীর বিরুদ্ধে