হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ের ঝরনা থেকে পড়ে মেডিকেল শিক্ষার্থী নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা থেকে নিচে পড়ে এক মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন। তাঁর নাম আল শাহরিয়ার আনাস (২২)। তিনি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী। মিরসরাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ মিরসরাই থানায় নিয়ে আসে পুলিশ। 

আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। 

নিহত আনাসের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। 

মিরসরাই থানার উপ–পরিদর্শক সুমন্ত মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ২০০ ফুট ওপরে বিপজ্জনক চূড়ার সাত স্তরের ঝরনায় ওঠেন আনাস। সকালে তাঁরা সাত বন্ধু বেড়াতে আসেন। আনাস সাঁতার জানতেন না। সেখান থেকে নিচে গভীর কূপের পানিতে পড়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে মিরসরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা চুয়াডাঙ্গা থেকে রওনা হয়েছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন করে থানায় রাখা হয়েছে।’ 

মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইমাম হোসেন বলেন, ‘আমরা দুপুর ২টায় নিহত আনাসকে উদ্ধার করে মস্তান নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।’ 

মস্তান নগর মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মো. এরশাদ উল্লাহ বলেন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের ১ম বর্ষে পড়ুয়া শিক্ষার্থী আনাসকে বিকেল ৪টায় মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল