হোম > সারা দেশ > চট্টগ্রাম

মসজিদের জমিতে চোখ ‘মুসল্লী পরিষদের’

আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম 

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ঐতিহাসিক জমিয়তুল ফালাহ মসজিদ ও কমপ্লেক্সের ওপর চোখ পড়েছে ‘মুসল্লী পরিষদ’ নামের একটি সংগঠনের। উন্নয়নের নামে মসজিদের জমি লিখে নেওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্টরা। আর এর পেছনে কলকাঠি নাড়ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। মুসল্লী পরিষদের নামে জমি লিখে দেওয়ার জন্য গত ১০ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা বিষয়টি নিয়ে ধর্ম উপদেষ্টার সঙ্গে আলাপ করেছেন। পরে আবেদনটি ইসলামিক ফাউন্ডেশনে পাঠানো হয়েছে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৭৬ সালে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান সেনাবাহিনীর পক্ষ থেকে চট্টগ্রামে একটি সুদৃশ্য মসজিদ এবং ইসলামি গবেষণাকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেন। এই লক্ষ্যে মসজিদের স্থান এবং সংলগ্ন জায়গা মিলে প্রায় ১২ একর সম্পত্তি দান করা হয়। বর্তমানে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত হচ্ছে জমিয়তুল ফালাহ মসজিদ ও কমপ্লেক্স।

জমিয়তুল ফালাহ মসজিদ ও কমপ্লেক্সের প্রকল্প পরিচালক ড. সাইয়েদ শাহ ইমরান বলেন, আইন অনুসারে মসজিদ ও কমপ্লেক্স পরিচালনার দায়িত্ব ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনকে দেওয়া হয়েছে। সরকারি সম্পত্তি বেসরকারি কোনো সংস্থাকে দেওয়ার সুযোগ নেই।

ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানিয়েছে, চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ ও কমপ্লেক্স মূলত সরকার কর্তৃক পরিচালিত একটি ধর্মীয় স্থাপনা। এখানকার ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ কর্মকর্তা-কর্মচারীরা সরকারের রাজস্ব খাতে চাকরি করেন এবং সরকারনির্ধারিত স্কেলে বেতন পান।

মুসল্লী পরিষদের নামে জমি লিখে দেওয়ার আবেদনকারী চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, ‘দেশের সংবিধানে কোনো মসজিদ সরকারিভাবে পরিচালনার সুযোগ নেই। তাই আমি মুসল্লী পরিষদের নামে পরিচালনার জন্য আবেদন করছি।’

ইসলামিক ফাউন্ডেশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, বিষয়টি নিয়ে সরকারের উচ্চ মহল থেকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের কাছে জানতে চাওয়া হয়েছে। সরকারি গেজেটভুক্ত সম্পত্তি কোনো কমিটির কাছে হস্তান্তরের সুযোগ নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল