হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে খাগড়াছড়ি সদর থানার মামলা দায়ের পর তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকার বিকাশ কান্তি ত্রিপুরার ছেলে ধনিময় ত্রিপুরা ও একই উপজেলার তাইন্দং হেডম্যান পাড়ার বিক্রম ত্রিপুরার ছেলে সমুয়েল ত্রিপুরা। 

মামলার এজাহারে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি পৌর এলাকায় ভাড়া বাসায় ওই স্কুলছাত্রীকে রেখে গ্রামের বাড়িতে যান পরিবারের অন্য সদস্যরা। ওই স্কুলছাত্রী রাতে বাড়ির বাইরে প্রাকৃতিক কাজে বের হলে আসামিরা জোরপূর্বক তাকে নিজেদের বাড়িতে নিয়ে যান। পরে সেখানে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। ঘটনার পর রাতেই তাকে ছেড়ে দেয় আসামিরা। 

প্রতিবেশীর কাছ থেকে বিষয়টি জানতে পেরে গ্রাম থেকে ফিরে মেয়ের কাছে বিষয়টি জানতে চায় তার মা। এ সময় সে তার মাকে সব খুলে বলে। মেয়ের কাছে সব শুনে স্কুলছাত্রীর মা বাদী হয়ে ২ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্কুলছাত্রীর মা বাদী হয়ে ২ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। পরে এজাহারভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁদের আদালতে পাঠানো হবে।’

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫