হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিখোঁজের চার দিন পর প্রেমিকসহ স্কুলছাত্রী উদ্ধার

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি থেকে নিখোঁজের চার দিন পর খেদারমারা ইউনিয়নের রাঙা দুরছড়ি এলাকায় পুলিন বিহারি চাকমা কারবারির বাসা থেকে প্রেমিক রুমেন্টু চাকমা রনিসহ স্কুলছাত্রী পূর্ণিমা দেবী চাকমাকে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার দুরছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম।

পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যার পর থেকে বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী পূর্ণিমা দেবী চাকমা (১৮) নিখোঁজের বিষয়টি উল্লেখ করে তাঁর বাবা শুশীল চন্দ্র চাকমা বাঘাইছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর পরেই পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে গতকাল শনিবার দুপুরে খেদারমারা এলাকায় এক কারবারির বাড়িতে স্কুলছাত্রী পূর্ণিমা দেবী চাকমার সন্ধান পায়। এ সময় তাঁর সঙ্গে একই গ্রামের দাপ্পাইয়া চাকমার ছেলে রুমেন্টু চাকমা রনিকেও পায় পুলিশ। 

কারবারি ও স্থানীয়দের দাবি, তাঁরা এরই মধ্যে বৌদ্ধধর্মীয় রীতি অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। কোনো পক্ষের অভিযোগ না থাকায় পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে স্কুলছাত্রী পূর্ণিমা দেবী চাকমা ও রুমেন্টু চাকমা রনিকে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে বৌদ্ধধর্মীয় রীতি মেনে সামাজিকভাবে দুই পরিবারের মাঝে সমঝোতা করা হবে বলে উভয়েই সম্মতি দেয়।  

পূর্ণিমা দেবী চাকমা জানান, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের কারণেই প্রেমিক রনি চাকমার হাত ধরে নিজ ইচ্ছায় বাড়ি ছাড়েন তিনি।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত