হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিখোঁজের চার দিন পর প্রেমিকসহ স্কুলছাত্রী উদ্ধার

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি থেকে নিখোঁজের চার দিন পর খেদারমারা ইউনিয়নের রাঙা দুরছড়ি এলাকায় পুলিন বিহারি চাকমা কারবারির বাসা থেকে প্রেমিক রুমেন্টু চাকমা রনিসহ স্কুলছাত্রী পূর্ণিমা দেবী চাকমাকে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার দুরছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম।

পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যার পর থেকে বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী পূর্ণিমা দেবী চাকমা (১৮) নিখোঁজের বিষয়টি উল্লেখ করে তাঁর বাবা শুশীল চন্দ্র চাকমা বাঘাইছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর পরেই পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে গতকাল শনিবার দুপুরে খেদারমারা এলাকায় এক কারবারির বাড়িতে স্কুলছাত্রী পূর্ণিমা দেবী চাকমার সন্ধান পায়। এ সময় তাঁর সঙ্গে একই গ্রামের দাপ্পাইয়া চাকমার ছেলে রুমেন্টু চাকমা রনিকেও পায় পুলিশ। 

কারবারি ও স্থানীয়দের দাবি, তাঁরা এরই মধ্যে বৌদ্ধধর্মীয় রীতি অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। কোনো পক্ষের অভিযোগ না থাকায় পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে স্কুলছাত্রী পূর্ণিমা দেবী চাকমা ও রুমেন্টু চাকমা রনিকে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে বৌদ্ধধর্মীয় রীতি মেনে সামাজিকভাবে দুই পরিবারের মাঝে সমঝোতা করা হবে বলে উভয়েই সম্মতি দেয়।  

পূর্ণিমা দেবী চাকমা জানান, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের কারণেই প্রেমিক রনি চাকমার হাত ধরে নিজ ইচ্ছায় বাড়ি ছাড়েন তিনি।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল