হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে পুলিশ-বিজিবির বাধা পেরিয়ে আদালতপাড়ায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটের পাশের আদালতপাড়ার প্রবেশমুখে ও ভেতরে সকাল থেকেই সতর্ক অবস্থায় ছিল বিজিবি ও পুলিশ। অপরিচিত কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছিল না। এই কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে পুলিশ-বিজিবির বাধা পেরিয়ে বেলা সাড়ে ১১টার দিকে আদালতপাড়ার দোয়েল ভবনের সামনে আইনজীবীরা দাঁড়িয়ে যান। তাঁদের সঙ্গে যোগ দেন শিক্ষার্থীরাও। তারপর তাঁরা আদালত চত্বরে প্রবেশ করেন। 

‘লাশ মারিয়ে সংলাপ নয়’, ‘দিনে নাটক, রাতে আটক’ এ রকম নানা স্লোগানে চারপাশ মুখর করে তোলেন তাঁরা। 

এর আগে সকাল ১০টার পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-ছাত্রীরা জেলা পরিষদ ভবনের সামনে জড়ো হতে থাকেন।  জেলা পরিষদ ভবনের সামনে কিছুক্ষণ অবস্থানের পর আইনজীবীদের একাংশ আদালতপাড়া থেকে মিছিল-স্লোগানসহ বেরিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে আদালত চত্বরে প্রবেশ করেন। এ সময় অন্য আইনজীবীরা আদালতে ঢুকতে চাইলেও তাদের মোটরসাইকেল আটকে দেন বিক্ষুব্ধরা।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলেন, ‘আমি সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমরা চাই শান্তিপূর্ণ আন্দোলন। আমাদের প্রতিবাদের ভাষা হবে মুখে, হাতে নয়। আমি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে বলেছি, এখানে কোনো নৈরাজ্য সৃষ্টি হবে না।’

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা