হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে পুলিশ-বিজিবির বাধা পেরিয়ে আদালতপাড়ায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটের পাশের আদালতপাড়ার প্রবেশমুখে ও ভেতরে সকাল থেকেই সতর্ক অবস্থায় ছিল বিজিবি ও পুলিশ। অপরিচিত কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছিল না। এই কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে পুলিশ-বিজিবির বাধা পেরিয়ে বেলা সাড়ে ১১টার দিকে আদালতপাড়ার দোয়েল ভবনের সামনে আইনজীবীরা দাঁড়িয়ে যান। তাঁদের সঙ্গে যোগ দেন শিক্ষার্থীরাও। তারপর তাঁরা আদালত চত্বরে প্রবেশ করেন। 

‘লাশ মারিয়ে সংলাপ নয়’, ‘দিনে নাটক, রাতে আটক’ এ রকম নানা স্লোগানে চারপাশ মুখর করে তোলেন তাঁরা। 

এর আগে সকাল ১০টার পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-ছাত্রীরা জেলা পরিষদ ভবনের সামনে জড়ো হতে থাকেন।  জেলা পরিষদ ভবনের সামনে কিছুক্ষণ অবস্থানের পর আইনজীবীদের একাংশ আদালতপাড়া থেকে মিছিল-স্লোগানসহ বেরিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে আদালত চত্বরে প্রবেশ করেন। এ সময় অন্য আইনজীবীরা আদালতে ঢুকতে চাইলেও তাদের মোটরসাইকেল আটকে দেন বিক্ষুব্ধরা।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলেন, ‘আমি সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমরা চাই শান্তিপূর্ণ আন্দোলন। আমাদের প্রতিবাদের ভাষা হবে মুখে, হাতে নয়। আমি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে বলেছি, এখানে কোনো নৈরাজ্য সৃষ্টি হবে না।’

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ