হোম > সারা দেশ > কক্সবাজার

প্রদীপ ও তাঁর বাহিনীকে দ্রুত বিচারের আওতায় আনায় প্রধানমন্ত্রীকে স্যালুট : ভুক্তভোগী

শাহীন শাহ, কক্সবাজার থেকে

সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় রায় ঘোষণা করতে এজলাসে হাজির হয়ে ৩০০ পাতার রায়ের সারসংক্ষেপ পড়ছেন বিচারক। এদিকে আদালতের বাইরে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ ও তাঁর বাহিনীর বিচারের রায় দেখতে ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেন শতাধিক ভুক্তভোগী।

সকাল থেকে আদালতপাড়ায় জড়ো হতে থাকেন অনেকে। তাঁদের মধ্যে একজন নুরুল হক। টেকনাফ নাজিরপাড়া এলাকার এজাহার পিয়ারের ছেলে। তিনি একটি মসজিদের ইমাম। 

মানববন্ধনে নুরুল হক বলেন, ‘ওসি প্রদীপ তাঁর লালিত বাহিনী দ্বারা আমাকে ডেকে ১০ মাস আটকে রেখে ১ কোটি টাকা দাবি করেন। অন্যথায় ক্রসফায়ারের হুমকি দেন। ১০ মাস পরে কলাতলী থেকে একটি অস্ত্র ও ৫ হাজার ইয়াবা জব্দ দেখিয়ে আমাকে কারাগারে পাঠানো হয়। এরপর আমাদের নাজিরপাড়ার বাড়িটি দখলে নেন ওসি ও তাঁর বাহিনী।’ নুরুলের বড় ভাই নুর মোহাম্মদ ও তাঁর ভাগনেকে হত্যা করা হয়েছে উল্লেখ করে ওসি প্রদীপ ও তাঁর বাহিনীর ফাঁসি দাবি করেন তিনি। 

মানববন্ধনের একপর্যায়ে নুরুল হক বলেন, ‘মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্যালুট ও লাল সালাম। কেননা, কক্সবাজারের ইতিহাসে এটিই আলোচিত ও বড় অপরাধের বিচার।  ত্বরিতগতিতে রায় ঘোষণা করতে যাচ্ছেন আদালত। এটা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই হয়েছে।’ 

সকাল থেকে কনকনে শীত উপেক্ষা করে দূর-দূরান্ত থেকে ওসি প্রদীপের নির্যাতনের শিকার শতাধিক লোক ওসি প্রদীপ ও তাঁর বাহিনীর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করতে আসেন। রায় দেখে বাড়ি ফেরার অপেক্ষায় তাঁরা। 

আরও পড়ুন:

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদরোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য

চট্টগ্রামে কুকুরকে গাড়িচাপায় হত্যা, ডিসি বাসভবনের প্রহরীসহ ২ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

চাঁদাবাজি নিয়ে নৌ উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা চাইলেন চসিক মেয়র