হোম > সারা দেশ > কক্সবাজার

প্রদীপ ও তাঁর বাহিনীকে দ্রুত বিচারের আওতায় আনায় প্রধানমন্ত্রীকে স্যালুট : ভুক্তভোগী

শাহীন শাহ, কক্সবাজার থেকে

সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় রায় ঘোষণা করতে এজলাসে হাজির হয়ে ৩০০ পাতার রায়ের সারসংক্ষেপ পড়ছেন বিচারক। এদিকে আদালতের বাইরে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ ও তাঁর বাহিনীর বিচারের রায় দেখতে ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেন শতাধিক ভুক্তভোগী।

সকাল থেকে আদালতপাড়ায় জড়ো হতে থাকেন অনেকে। তাঁদের মধ্যে একজন নুরুল হক। টেকনাফ নাজিরপাড়া এলাকার এজাহার পিয়ারের ছেলে। তিনি একটি মসজিদের ইমাম। 

মানববন্ধনে নুরুল হক বলেন, ‘ওসি প্রদীপ তাঁর লালিত বাহিনী দ্বারা আমাকে ডেকে ১০ মাস আটকে রেখে ১ কোটি টাকা দাবি করেন। অন্যথায় ক্রসফায়ারের হুমকি দেন। ১০ মাস পরে কলাতলী থেকে একটি অস্ত্র ও ৫ হাজার ইয়াবা জব্দ দেখিয়ে আমাকে কারাগারে পাঠানো হয়। এরপর আমাদের নাজিরপাড়ার বাড়িটি দখলে নেন ওসি ও তাঁর বাহিনী।’ নুরুলের বড় ভাই নুর মোহাম্মদ ও তাঁর ভাগনেকে হত্যা করা হয়েছে উল্লেখ করে ওসি প্রদীপ ও তাঁর বাহিনীর ফাঁসি দাবি করেন তিনি। 

মানববন্ধনের একপর্যায়ে নুরুল হক বলেন, ‘মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্যালুট ও লাল সালাম। কেননা, কক্সবাজারের ইতিহাসে এটিই আলোচিত ও বড় অপরাধের বিচার।  ত্বরিতগতিতে রায় ঘোষণা করতে যাচ্ছেন আদালত। এটা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই হয়েছে।’ 

সকাল থেকে কনকনে শীত উপেক্ষা করে দূর-দূরান্ত থেকে ওসি প্রদীপের নির্যাতনের শিকার শতাধিক লোক ওসি প্রদীপ ও তাঁর বাহিনীর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করতে আসেন। রায় দেখে বাড়ি ফেরার অপেক্ষায় তাঁরা। 

আরও পড়ুন:

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী