চট্টগ্রামে মো. ইমরান (৩০) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করে পালিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার দুপুরে নগরের বায়েজিদ থানাধীন হিলভিউ আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ইমরান বায়েজিদ থানার মোহাম্মদ নগর এলাকার আবুল কালামের ছেলে। তিনি বায়েজিদ থানাধীন ৪৩ নম্বর আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড যুবলীগের কর্মী। এ ছাড়া স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলীর অনুসারী বলেও পরিচিত।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরেদৌস জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ঘটনার সময় ভুক্তভোগী ইমরান এলাকাটির আরিফ হোটেলের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ৫-৬ জন দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি ধারালো ছুরি মেরে পালিয়ে যান। তাঁর শরীরের বিভিন্ন অংশে জখম ছিল। স্থানীয়রা পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
ওসি আরও বলেন, পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে। হামলাকারীদের পরিচয় শনাক্তসহ গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।