হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে এক ইউপিডিএফ কর্মী নিহতের অভিযোগ

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির লংগদুর ছোট কাট্টলী মোন এলাকায় জেএসএসের সশস্ত্র হামলায় শ্যামল চাকমা (৩০) নামে এক ইউপিডিএফ কর্মী নিহতের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লংগদুর ছোট কাট্টলীতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার বিষয়ে কোনো তথ্য স্থানীয় প্রশাসন, পুলিশ কাছে নেই। 

নিহত শ্যামল চাকমা রাঙামাটির নানিয়াচর উপজেলার গবছড়ি এলাকার ফুলেশ্বর চাকমার ছেলে। 

এদিকে ইউপিডিএফের জেলা সমন্বয়ক সচল চাকমা একজন নিহতের কথা স্বীকার করেছেন। নিহত শ্যামল চাকমার মরদেহ তাঁদের হেফাজতে আছে বলে জানান তিনি। 

সচল চাকমা বলেন, নিহত শ্যামল চাকমা সাংগঠনিক কাজে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লংগদুর ছোট কাট্টলীতে যান সেখানে জেএসএস সদস্যরা তাঁকে গুলি করে হত্যা করে। 

এ ঘটনার জন্য জেএসএসকে দায়ী করা হলেও জেএসএস রাঙামাটি জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বলেন, লংগদুতে জেএসএসের কোনো সাংগঠনিক কার্যক্রম নেই। জেএসএসের কোনো সশস্ত্র সংগঠন নেই। 

রাঙামাটি অতিরিক্ত পুলিশ মাহমুদা বেগম বলেন, পুলিশের কাছে বন্দুক এবং হতাহতের বিষয়ে কোনো সঠিক তথ্য নেই। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গেছে সেখানে গিয়ে বন্দুকযুদ্ধের আলামত পাওয়া গেছে তবে হতাহত কাউকে পাওয়া যায়নি।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার