হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে এক ইউপিডিএফ কর্মী নিহতের অভিযোগ

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির লংগদুর ছোট কাট্টলী মোন এলাকায় জেএসএসের সশস্ত্র হামলায় শ্যামল চাকমা (৩০) নামে এক ইউপিডিএফ কর্মী নিহতের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লংগদুর ছোট কাট্টলীতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার বিষয়ে কোনো তথ্য স্থানীয় প্রশাসন, পুলিশ কাছে নেই। 

নিহত শ্যামল চাকমা রাঙামাটির নানিয়াচর উপজেলার গবছড়ি এলাকার ফুলেশ্বর চাকমার ছেলে। 

এদিকে ইউপিডিএফের জেলা সমন্বয়ক সচল চাকমা একজন নিহতের কথা স্বীকার করেছেন। নিহত শ্যামল চাকমার মরদেহ তাঁদের হেফাজতে আছে বলে জানান তিনি। 

সচল চাকমা বলেন, নিহত শ্যামল চাকমা সাংগঠনিক কাজে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লংগদুর ছোট কাট্টলীতে যান সেখানে জেএসএস সদস্যরা তাঁকে গুলি করে হত্যা করে। 

এ ঘটনার জন্য জেএসএসকে দায়ী করা হলেও জেএসএস রাঙামাটি জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বলেন, লংগদুতে জেএসএসের কোনো সাংগঠনিক কার্যক্রম নেই। জেএসএসের কোনো সশস্ত্র সংগঠন নেই। 

রাঙামাটি অতিরিক্ত পুলিশ মাহমুদা বেগম বলেন, পুলিশের কাছে বন্দুক এবং হতাহতের বিষয়ে কোনো সঠিক তথ্য নেই। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গেছে সেখানে গিয়ে বন্দুকযুদ্ধের আলামত পাওয়া গেছে তবে হতাহত কাউকে পাওয়া যায়নি।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে