হোম > সারা দেশ > চট্টগ্রাম

অনুষ্ঠানে দাওয়াত না করায় বিদ্যালয়ে তালা দিলেন ইউপি চেয়ারম্যান

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

অতিথি না করায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানই পণ্ড করে দিলেন কাথারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইবনে আমিন। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া বাগমারা উচ্চবিদ্যালয়ে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছিল বিদ্যালয় পরিচালনা কমিটি।

অনুষ্ঠানে স্থানীয় চেয়ারম্যানকে আমন্ত্রণ জানায়নি কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে আজ সকাল ১০টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটক ও শ্রেণিকক্ষে তালা মেরে দেন চেয়ারম্যান ইবনে আমিন। অনুষ্ঠানে আসা ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের মাঠ থেকে বের করে দেওয়ারও অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই বিদ্যালয়ের মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানায় বাঁশখালী থানা-পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে কাথারিয়া বাগমারা উচ্চবিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর বলেন, ‘সকালেই আমাদের বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। স্থানীয় চেয়ারম্যান ইবনে আমিন তাঁর দলবল নিয়ে স্কুলের প্রধান ফটক এবং ক্লাস রুমে তালা মেরে দেন। ছাত্রছাত্রীদের পিটিয়ে বিদ্যালয়ের মাঠ থেকে বের করে দেন। এখানে কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না বলে হুমকি দিয়ে চলে যান।’

অভিযোগের বিষয়ে কাথারিয়া ইউপির চেয়ারম্যান ইবনে আমিন বলেন, ‘আমি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমার স্বাক্ষরে জন্মনিবন্ধন নিয়ে ছেলেমেয়েরা স্কুলে পড়ে। স্কুলটি আমার বাড়ির পাশে। তারা এমপি মহোদয়, ইউএনও এবং ওসিকে ওই অনুষ্ঠানে দাওয়াত দেয়নি। বহিরাগত লোক দিয়ে অনুষ্ঠান চালায়। সে জন্য আমি বিদায় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ‘কাথারিয়া বাগমারা উচ্চবিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানের একটি ঘটনা পেয়েছি। কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য আমি অতিরিক্ত পুলিশ পাঠিয়ে দিয়েছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘আমি বিদ্যালয়ের ঘটনার খবর শুনেছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়টি খতিয়ে দেখার জন্য বলা হয়েছে।’

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের