রাঙামাটির কাপ্তাইয়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে বনপ্রহরী নিহত হয়েছেন। গতকাল বুধবার উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের বালুচর এলাকায় কাপ্তাই-চট্টগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বনপ্রহরী হলেন সুইমংচিং মারমা। তিনি কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফরেস্টঘোনার বাসিন্দা। সুইমংচিং মারমা পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিশেষ টহল দলের সদস্য।
দুর্ঘটনায় সুইমংচিং মারমা নিহত হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দেবাশীষ সানা।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বিকেলে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বালুচর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে যাওয়ার ঘটনা ঘটে। এ সময় অটোরিকশার যাত্রী সুইমংচিং মারমাকে উদ্ধার করে চট্টগ্রাম রয়েল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।