হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবির ২ কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা, পাল্টা আলটিমেটাম ছাত্রলীগের

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই কর্মকর্তাকে মারধর করা নিয়ে ক্যাম্পাসে পানি, বিদ্যুৎ ও গ্যাস বন্ধের ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছে শাখা ছাত্রলীগের (সিক্সটি নাইন গ্রুপ) নেতা কর্মীরা। এ ঘটনায় আজ মঙ্গলবার প্রক্টরকে চার ঘণ্টার আলটিমেটাম দিয়ে চিঠি দিয়েছেন সংগঠনের তিনজন নেতা। 

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুকে উপস্থিত থাকতে দেখা গেছে। মারধরের ঘটনায় অভিযুক্ত রাজু মুন্সি ও অভিযোগ দাতারা ক্যাম্পাসে তার অনুসারী হিসেবে পরিচিত। 

চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাখা ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক নাজিব হাসান রিসাদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সোমবার বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গ্যাস, বিদ্যুৎ ও পানি বন্ধ ছিল। এতে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন। তাই আমরা দোষীদের বিচার চেয়ে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রক্টরের কাছে চিঠি দিয়েছি। প্রক্টর বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন।’ 

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদারকে মোবাইলে কল দিলে সহকারী প্রক্টর আহসানুল কবির পলাশ রিসিভ করে প্রক্টর অসুস্থ বলে জানান। চিঠির বিষয়ে তাঁর কাছে জানতে চাইলে তিনি অবগত নন বলে জানান। পরে রাত সাড়ে ১০ টার দিকে আবার কল করলে তিনি সকালে (আগামীকাল) অফিসে দেখা করতে বলে কল কেটে দেন।

এর আগে গতকাল (সোমবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান প্রকৌশলী ও প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে দফায় দফায় মারধরের অভিযোগ ওঠে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু মুন্সির বিরুদ্ধে। তিনি শাখা ছাত্রলীগের সিক্সটি নাইন গ্রুপের নেতা, তাঁর বিরুদ্ধে আগেও এক শিক্ষককে মারধর করার অভিযোগ ছিল। 

রাতে মারধরের ঘটনায় রাজু মুন্সিকে আসামি করে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ আব্দুর রাজ্জাক। 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তাকে মারধরের ঘটনায় রাজু মুন্সি নামে এক ব্যক্তিকে আসামি ও দুই/তিনজনকে অজ্ঞাতনামা উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা তদন্ত করছি, তদন্তে দোষী প্রমাণিত হলে আমরা তাকে আটক করব।’

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল