হোম > সারা দেশ > চট্টগ্রাম

জাহাঙ্গীরসহ পরিচালনা পর্ষদের সদস্যরা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বরখাস্ত হলেন চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর চৌধুরীসহ কমিটির সদস্যরা। গতকাল বুধবার সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মো. সাব্বির রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাঁদের বরখাস্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির (রেজি: নং-সি৬৯৫/৭৮) সভাপতি/সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিবিধ অভিযোগ উত্তাপিত হয়। অভিযোগসমূহ তদন্তের জন্য ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি দাখিলকৃত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৯৬১ সালের ৪৬ নম্বর অধ্যাদেশ অনুযায়ী বর্তমান কার্যনির্বাহী পরিষদ সাময়িক সদস্যদের বরখাস্ত করা হলো। স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ আইন অনুযায়ী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খানকে প্রশাসক নিয়োগ করা হয়।

‘আদেশে প্রশাসকের কর্মপরিধি নির্ধারণ করে দেওয়া হয়। সর্বশেষ অনুমোদিত কমিটির কাছ থেকে অথবা সরাসরি দায়িত্বভার গ্রহণ; ১৯৬১ সনের অধ্যাদেশের আলোকে সমিতির অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী কমিটির সব কর্তৃত্ব ও যাবতীয় দায়িত্ব পালন; অনুমোদিত গঠনতন্ত্রের আলোকে বিধি মোতাবেক সংস্থার কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠান সম্পন্নকরণ; নির্বাচন ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্নকরণসহ বিধি মোতাবেক সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তরকরণ।’

সুশাসনের জন্য নাগরিক (সুজন) আইনজীবী আখতার কবীর চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘এখন সমাজসেবার উচিত নির্ভেজাল একটি নির্বাচন দিয়ে দক্ষ নেতৃত্ব বাছাই করা। একই সঙ্গে আজকের পত্রিকাকে ধন্যবাদ, প্রতিষ্ঠানটি শুরু থেকে বিস্তারিত নিউজ করে অনিয়মগুলো জাতির সামনে তুলে ধরায়।’

গত ৫ অক্টোবর আজকের পত্রিকায় ‘হাসপাতালের মা-বাপ আমি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়। এর আগে জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে গত ২১ জুলাই তিন সদস্যের কমিটি গঠন করে সমাজসেবা অধিদপ্তর। দুই মাস পর ১৯ সেপ্টেম্বর অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেয় কমিটি।

কিন্তু কবে, কখন অভিযান চালানো হবে, এমনকি কোন কোন বিষয়ে তদন্ত হবে তা ছয় দিন আগেই চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। যথারীতি হাসপাতাল কর্তৃপক্ষও অভিযানের দিন কমিটির সদস্যদের জন্য দুপুরের খাবারের আয়োজন করে। অভিযোগ আছে, একজন ছাড়া কমিটির বাকি সদস্যদের খাইয়ে নয়ছয় বুঝিয়ে দিয়েছেন জাহাঙ্গীরসহ পরিচালনা পর্ষদের সদস্যরা।

সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজের নেতৃত্বে তদন্ত কমিটিতে সদস্য হিসেবে আছেন সমাজসেবা কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন ও মো. সোহানুর মোস্তফা শাহরিয়ার।

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু