ভারী বর্ষণে চট্টগ্রামের লোহাগাড়ার বড় হাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) বিভিন্ন এলাকায় প্রায় ১২টি গ্রামীণ সড়ক ভেঙে গেছে। ফলে এলাকাবাসীর যাতায়াতে বিপত্তির সৃষ্টি হয়েছে। অন্যদিকে এই ইউনিয়নের ভেতর দিয়ে প্রবাহিত ৪টি খাল-ছড়ার ২৩টি স্থান ভেঙে গেছে।
ইউপির কার্যালয় সূত্রে জানা গেছে, ভারী বর্ষণে বড় হাতিয়া ইউনিয়নের মিয়াচানপাড়া, খন্দকারপাড়া, মোহছেন আলীপাড়া, নেয়াজরপাড়া, হাছনবলীপাড়া, বিএ ছিদ্দিকপাড়া, খলিলুর রহমানপাড়া, আসমত আলী মুন্সিরপাড়া, বেপারিপাড়া, দানু মিয়াপাড়া ও জোট পুকুরিয়াপাড়ারসহ ১২টি সড়ক ভেঙে গেছে। ফলে এলাকাবাসীর যাতায়াতে সমস্যা হচ্ছে। অপরদিকে ইউনিয়নের ভেতর দিয়ে প্রবাহিত থমথমিয়া খালের ৯টি স্থানে, পাগলি ছড়ার ৮টি স্থানে, বদলের ছড়ার ৩টি স্থানে ও লাইক্ষণছড়ি খালের ৩টি স্থানে ভেঙে গেছে।
স্থানীয়রা জানান, ইউনিয়নের রাস্তাঘাটের ভাঙন দ্রুত সংস্কার করা প্রয়োজন। না হয় ভারী বর্ষণে এলাকাবাসী আরও ক্ষতির সম্মুখীন হতে পারে।
ইউপির চেয়ারম্যান মো. জুনাইদ জানান, ভারী বর্ষণের ফলে এলাকার খাল-ছড়াসহ বহু গ্রামীণ সড়ক ভেঙে গেছে। গ্রামীণ সড়ক ভেঙে যাওয়ায় এলাকার মানুষের যাতায়াতে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নিজ উদ্যোগে ছোট ছোট ভাঙন সংস্কার করছেন।
উপজেলা প্রকৌশলী মো. ইফরাদ বিন মুনীর জানান, বর্ষণে বড় হাতিয়া এলাকার ক্ষতিগ্রস্ত সড়কগুলোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের পটিয়া পৌর উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শওকত ইবনে শহীদ বলেন, লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া খালপাড় পরিদর্শন করে দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।