চট্টগ্রামের রাউজান উপজেলার গণমাধ্যমকর্মী আরফাত হোসাইনের বসতঘরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ৯টায় উপজেলা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাউজান মাঝিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আরাফাত হোসাইন জাতীয় দৈনিক আজকের পত্রিকার রাউজান প্রতিনিধি হিসেবে কর্মরত। আরফাত রাউজান উপজেলা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাউজান মাঝিপাড়া গ্রামের আলহাজ্ব ইসহাক মিয়ার ছেলে।
আরাফাত হোসাইন জানান, ‘ঈদ বাজারে বখাটেদের উৎপাত নিয়ে সচিত্র সংবাদ পরিবেশনকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে। প্রতিবেদনে নাকি তাঁদের দেখা গেছে। এ অজুহাতে নিউজের প্রায় ২০ দিন পর তাঁরা এ হামলার ঘটনা ঘটায়।’
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দ।