হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাজস্থলীতে ২ ইটভাটা বন্ধ করল প্রশাসন, লাখ টাকা জরিমানা

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি

রাজস্থলীতে একটি ইটভাটায় অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সজীব কান্তি রুদ্র ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটির রাজস্থলীতে আজ সোমবার অনুমোদন না থাকায় দুটি ইটভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভাটা দুটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বন্ধ হয়ে যাওয়া ইটভাটা দুটি হলো রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কলেজপাড়া গ্রামের কেভিডব্লিউ ব্রিকস ও বড়ইতলী গ্রামের বিআরবি ব্রিকস ফিল্ড।

দুটি ইটভাটা বন্ধ করার তথ্যের সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র। তিনি  বলেন, উচ্চ আদালতের আদেশ প্রতিপালনে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে রাজস্থলী উপজেলায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

উপজেলা প্রশাসন জানায়, আজ সোমবার সকাল থেকে পরিচালিত অভিযানে গাইন্দ্যা ইউনিয়নের বড়ইতলী এলাকার বিআরবি ব্রিকস ও কলেজপাড়া কেভিডব্লিউ ব্রিকসে অভিযান চালানো হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন দেখাতে না পারায় ভাটা দুটি বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। এ ছাড়া ভাটা দুটির মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে পানি ছিটিয়ে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে কাঁচা ইটগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানের সময় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, বন বিভাগ, গণমাধ্যমকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

এক রিটের শুনানি শেষে ৫ জানুয়ারি রাঙামাটি জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরবর্তী এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন উচ্চ আদালত।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ