হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ভারতে যাওয়ার সময় আখাউড়ায় বিজিবির হাতে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  

আটক নান্টু কুমার কর। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।

আটক নান্টু কুমার কর (৩৫) চট্টগ্রামের পটিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক। তিনি ফাজিলকারহাট ইউনিয়নের দৌলতপুর করপাড়া গ্রামের বাসিন্দা শচীন্দ্র করের ছেলে। নান্টু কর বন্দরের ইসহাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কন্টেইনার ইয়ার্ডে কর্মরত ছিলেন।

৬০ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এএম জাবের বিন জব্বার জানান, চট্টগ্রামের পটিয়া উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ওই নেতা ভারতে যাওয়ার চেষ্টা করছেন-এমন খবর আসে বিজিবির কাছে। এ সংবাদের ভিত্তিতে আখাউড়া স্থলবন্দর আইসিপি ক্যাম্পের জওয়ানরা বিজিবি চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। অভিযানে নান্টু কুমার করকে দুপুরে আটক করা হয়।

তিনি আরও জানান, তাঁর বিরুদ্ধে ৫ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের তথ্যসহ ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে এলাকায় রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে আধিপত্য বিস্তার ও দুর্নীতির অভিযোগও রয়েছে। স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের