হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে নিখোঁজের ৩ দিন পর জেলের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালীতে তিন দিন পর সাগরে ভাসমান অবস্থায় মিলল নিখোঁজ জেলে নেজাম উদ্দিনের (১৯) মরদেহ। গত বুধবার বেলা ২টার দিকে সাগরে নিখোঁজ হন তিনি। পরে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান এলাকাবাসী। এ সময় সাগর থেকে মরদেহ উদ্ধার করে ডাঙায় নিয়ে আসেন তাঁরা।
মৃত নেজাম উদ্দিন বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া এলাকার আবু তাহের মিয়ার ছেলে।

জানা যায়, গত বুধবার বেলা ২টার দিকে উপজেলার বাঁশখালীর কুতুবদিয়া চ্যানেলে মাছ ধরতে যান নেজাম উদ্দিন। এ সময় স্রোতে তাঁর নৌকা ভেসে গেলে তিনি তা রক্ষা করতে গিয়ে নিখোঁজ হন। তাঁকে খুঁজতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌবাহিনী, কোস্টগার্ডের সদস্যরা তৎপর হলেও দুদিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। আজ সকালে একই জায়গায় তাঁর লাশ ভেসে ওঠে।
 
মৃতের ভাই জমির বিন হাসান ঘটনা নিশ্চিত করে বলেন, ‘বাঁশখালীর কুতুবদিয়া চ্যানেলে তিন দিন আগে আমার ভাই তলিয়ে যায়। ঠিক একই জায়গা আজ তার মরদেহ পাওয়া গেছে। আজ বেলা ২টায় এলাকার ছনুয়া মদিনা জামে মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।’ 

উল্লেখ্য, গত বছর সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে মারা যায় নিহত নেজামের চাচাতো ভাই আব্দুল শুক্কুর (২০)।

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের