হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে নিখোঁজের ৩ দিন পর জেলের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালীতে তিন দিন পর সাগরে ভাসমান অবস্থায় মিলল নিখোঁজ জেলে নেজাম উদ্দিনের (১৯) মরদেহ। গত বুধবার বেলা ২টার দিকে সাগরে নিখোঁজ হন তিনি। পরে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান এলাকাবাসী। এ সময় সাগর থেকে মরদেহ উদ্ধার করে ডাঙায় নিয়ে আসেন তাঁরা।
মৃত নেজাম উদ্দিন বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া এলাকার আবু তাহের মিয়ার ছেলে।

জানা যায়, গত বুধবার বেলা ২টার দিকে উপজেলার বাঁশখালীর কুতুবদিয়া চ্যানেলে মাছ ধরতে যান নেজাম উদ্দিন। এ সময় স্রোতে তাঁর নৌকা ভেসে গেলে তিনি তা রক্ষা করতে গিয়ে নিখোঁজ হন। তাঁকে খুঁজতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌবাহিনী, কোস্টগার্ডের সদস্যরা তৎপর হলেও দুদিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। আজ সকালে একই জায়গায় তাঁর লাশ ভেসে ওঠে।
 
মৃতের ভাই জমির বিন হাসান ঘটনা নিশ্চিত করে বলেন, ‘বাঁশখালীর কুতুবদিয়া চ্যানেলে তিন দিন আগে আমার ভাই তলিয়ে যায়। ঠিক একই জায়গা আজ তার মরদেহ পাওয়া গেছে। আজ বেলা ২টায় এলাকার ছনুয়া মদিনা জামে মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।’ 

উল্লেখ্য, গত বছর সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে মারা যায় নিহত নেজামের চাচাতো ভাই আব্দুল শুক্কুর (২০)।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত