হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে নিখোঁজের ৩ দিন পর জেলের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালীতে তিন দিন পর সাগরে ভাসমান অবস্থায় মিলল নিখোঁজ জেলে নেজাম উদ্দিনের (১৯) মরদেহ। গত বুধবার বেলা ২টার দিকে সাগরে নিখোঁজ হন তিনি। পরে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান এলাকাবাসী। এ সময় সাগর থেকে মরদেহ উদ্ধার করে ডাঙায় নিয়ে আসেন তাঁরা।
মৃত নেজাম উদ্দিন বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া এলাকার আবু তাহের মিয়ার ছেলে।

জানা যায়, গত বুধবার বেলা ২টার দিকে উপজেলার বাঁশখালীর কুতুবদিয়া চ্যানেলে মাছ ধরতে যান নেজাম উদ্দিন। এ সময় স্রোতে তাঁর নৌকা ভেসে গেলে তিনি তা রক্ষা করতে গিয়ে নিখোঁজ হন। তাঁকে খুঁজতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌবাহিনী, কোস্টগার্ডের সদস্যরা তৎপর হলেও দুদিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। আজ সকালে একই জায়গায় তাঁর লাশ ভেসে ওঠে।
 
মৃতের ভাই জমির বিন হাসান ঘটনা নিশ্চিত করে বলেন, ‘বাঁশখালীর কুতুবদিয়া চ্যানেলে তিন দিন আগে আমার ভাই তলিয়ে যায়। ঠিক একই জায়গা আজ তার মরদেহ পাওয়া গেছে। আজ বেলা ২টায় এলাকার ছনুয়া মদিনা জামে মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।’ 

উল্লেখ্য, গত বছর সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে মারা যায় নিহত নেজামের চাচাতো ভাই আব্দুল শুক্কুর (২০)।

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম