হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ তুললেন নৌকার প্রার্থী

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী ভোটারদের টাকা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে এই অভিযোগ করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোলায়মান তালুকদার। এরই মধ্যে এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, গতকাল মঙ্গলবার রাতে ইউনিয়নের ৬নং ও ৯নং ওয়ার্ডের মাঝখানে নয়াহাট এলাকায় প্রচারের সময় এক ব্যক্তির হাতে কিছু দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী।

নৌকা প্রার্থীর সোলায়মান তালুকদারের দাবি, নির্বাচনী প্রচারণায় নেমে তিনি ভোটারদের টাকা দিচ্ছিলেন। ইতিমধ্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। এ বিষয়ে তিনি বুধবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে আচরণবিধি লঙ্ঘন করেছেন উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেন।

জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী জানান, ওই এলাকার আমার নির্বাচনী একটি মিটিং হয়েছে সাধারণ মানুষ নিয়ে। সেখানে চায়ের দোকানদারকে টাকা দেওয়ার জন্য আমার লোককে দিয়ে টাকা পাঠিয়েছি। কোনো ভোটারকে নয়। এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

শিকলবাহা ও চরলক্ষ্যা ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা রকর চাকমা বলেন, চরলক্ষ্যার স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী প্রকাশ্যে ভোটারদের মাঝে টাকা বিতরণ ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে একটি অভিযোগ করেছেন নৌকা প্রার্থী সোলায়মান তালুকদার। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রমাণিত হয়ে প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত