হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ তুললেন নৌকার প্রার্থী

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী ভোটারদের টাকা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে এই অভিযোগ করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোলায়মান তালুকদার। এরই মধ্যে এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, গতকাল মঙ্গলবার রাতে ইউনিয়নের ৬নং ও ৯নং ওয়ার্ডের মাঝখানে নয়াহাট এলাকায় প্রচারের সময় এক ব্যক্তির হাতে কিছু দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী।

নৌকা প্রার্থীর সোলায়মান তালুকদারের দাবি, নির্বাচনী প্রচারণায় নেমে তিনি ভোটারদের টাকা দিচ্ছিলেন। ইতিমধ্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। এ বিষয়ে তিনি বুধবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে আচরণবিধি লঙ্ঘন করেছেন উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেন।

জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী জানান, ওই এলাকার আমার নির্বাচনী একটি মিটিং হয়েছে সাধারণ মানুষ নিয়ে। সেখানে চায়ের দোকানদারকে টাকা দেওয়ার জন্য আমার লোককে দিয়ে টাকা পাঠিয়েছি। কোনো ভোটারকে নয়। এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

শিকলবাহা ও চরলক্ষ্যা ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা রকর চাকমা বলেন, চরলক্ষ্যার স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী প্রকাশ্যে ভোটারদের মাঝে টাকা বিতরণ ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে একটি অভিযোগ করেছেন নৌকা প্রার্থী সোলায়মান তালুকদার। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রমাণিত হয়ে প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের