হোম > সারা দেশ > চাঁদপুর

নিখোঁজের আট দিনেও ওষুধ ব্যবসায়ী খোকনের সন্ধান মেলেনি

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজারের ওষুধ ব্যবসায়ী মো. সেলিম হোসেন খোকন আট দিন ধরে নিখোঁজ। গত ১৫ জুলাই সকালে ব্যবসায়িক কাজে ঢাকা গিয়ে নিখোঁজ হন তিনি। এ ঘটনায় তাঁর ভাই মো. রোকন গতকাল শনিবার রাতে মতলব দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, মতলব পৌরসভার চরমুকন্দি গ্রামের মৃত শহিদউল্লা সরকারের ছেলে সেলিম হোসেন খোকন দীর্ঘদিন ধরে মতলব সরকারি হাসপাতালের সামনে একটি ফার্মেসি পরিচালনা করে আসছেন। গত ১৫ জুলাই ঢাকায় নিউ মার্কেট এলাকায় তাঁর শাশুড়ির সঙ্গে দেখা করেন। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

সেদিন রাত ৮টার দিকে ছোট ভাই রোকনকে ফোন করে খোকন বলেন, ‘ভাই, আমারে বাঁচা। আমাকে একটি রুমে আটক করে রেখেছে।’ বলেই ফোনটি কেটে দেন তিনি। এরপর থেকে খোকনের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

খোকনের স্ত্রী সাদিয়া আক্তার বলেন, ‘১৫ জুলাই সকালে ঢাকা যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। ঢাকা গিয়ে আম্মার সঙ্গে দেখা করে চলে আসেন। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাচ্ছি না। আমার স্বামীকে খুঁজে পেতে প্রশাসনসহ সবার সহযোগিতা চাই। আল্লাহ যেন আমার অবুঝ শিশুদের কাছে তাদের বাবাকে ফিরিয়ে দেন।’

এ বিষয়ে মতলব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান আনু বলেন, ‘বিষয়টি শোনার পর আমি বিভিন্নভাবে তাঁর সন্ধানের চেষ্টা করছি। এ বিষয়ে অনেকেই আমার কাছে এসেছে। তারা সবাই খোকনের কাছে টাকা পাবে বলে জানাচ্ছেন।’

এ বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। খোকন ঢাকা থেকে নিখোঁজ হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

চাঁদপুরের ফরিদগঞ্জ: রূপসা ইউনিয়নের নারীরা ৫৬ বছর ভোটবিমুখ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র

ইটভাটা খাচ্ছে উর্বর মাটি

চাঁদপুরে বিএনপি-খেলাফতের ২ প্রার্থীকে শোকজ

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল