হোম > সারা দেশ > চাঁদপুর

নিখোঁজের আট দিনেও ওষুধ ব্যবসায়ী খোকনের সন্ধান মেলেনি

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজারের ওষুধ ব্যবসায়ী মো. সেলিম হোসেন খোকন আট দিন ধরে নিখোঁজ। গত ১৫ জুলাই সকালে ব্যবসায়িক কাজে ঢাকা গিয়ে নিখোঁজ হন তিনি। এ ঘটনায় তাঁর ভাই মো. রোকন গতকাল শনিবার রাতে মতলব দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, মতলব পৌরসভার চরমুকন্দি গ্রামের মৃত শহিদউল্লা সরকারের ছেলে সেলিম হোসেন খোকন দীর্ঘদিন ধরে মতলব সরকারি হাসপাতালের সামনে একটি ফার্মেসি পরিচালনা করে আসছেন। গত ১৫ জুলাই ঢাকায় নিউ মার্কেট এলাকায় তাঁর শাশুড়ির সঙ্গে দেখা করেন। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

সেদিন রাত ৮টার দিকে ছোট ভাই রোকনকে ফোন করে খোকন বলেন, ‘ভাই, আমারে বাঁচা। আমাকে একটি রুমে আটক করে রেখেছে।’ বলেই ফোনটি কেটে দেন তিনি। এরপর থেকে খোকনের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

খোকনের স্ত্রী সাদিয়া আক্তার বলেন, ‘১৫ জুলাই সকালে ঢাকা যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। ঢাকা গিয়ে আম্মার সঙ্গে দেখা করে চলে আসেন। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাচ্ছি না। আমার স্বামীকে খুঁজে পেতে প্রশাসনসহ সবার সহযোগিতা চাই। আল্লাহ যেন আমার অবুঝ শিশুদের কাছে তাদের বাবাকে ফিরিয়ে দেন।’

এ বিষয়ে মতলব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান আনু বলেন, ‘বিষয়টি শোনার পর আমি বিভিন্নভাবে তাঁর সন্ধানের চেষ্টা করছি। এ বিষয়ে অনেকেই আমার কাছে এসেছে। তারা সবাই খোকনের কাছে টাকা পাবে বলে জানাচ্ছেন।’

এ বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। খোকন ঢাকা থেকে নিখোঁজ হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুরে শরিফ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ

ফরিদগঞ্জে আলাদা স্থান থেকে ঝুলন্ত দুই মরদেহ উদ্ধার

চাঁদপুর সেচ প্রকল্প: ৩৫৪ কিমি খাল দখল-ভরাট

সাতসকালে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল যুবকের, আহত ২

দুধ দিয়ে গোসলের পরদিনই দলে ফিরলেন যুবদল নেতা

চাঁদপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার