আড়াই শ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডা. একেএম মাহবুবুর রহমানকে। সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে বুধবার এ নিয়োগের আদেশ দেওয়া হয়।
বর্তমান ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মো. সাখাওয়াত উল্লাহর কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে তিনি দ্রুতই এই পদে যোগ দেবেন।
প্রসঙ্গত, এর আগে ডা. মাহবুবুর রহমান এই হাসপাতালের সহকারী পরিচালক ছিলেন। এই পদে থাকা অবস্থায় তিনি মাস্টার্স ইন পাবলিক হেলথ (এমপিএইচ) ডিগ্রি লাভের জন্য যুক্তরাষ্ট্রে যান। ডিগ্রি সম্পন্ন করে তিনি সম্প্রতি দেশে ফিরেছেন।
ডা. একেএম মাহবুবুর রহমানের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার ঠাকুরচর গ্রামে।