চাঁদপুরের শাহরাস্তির সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিগধাইর এলাকা থেকে ৬০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে ককটেলগুলো উদ্ধার করা হয়।
ওই গ্রামের ভূঁইয়া বাড়ি মসজিদের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা গেছে, ওই এলাকার ভূঁইয়া বাড়ি মসজিদের পাশে লোকজন একটি বাজারের ব্যাগে ককটেলগুলো পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ককটেলগুলো উদ্ধার করে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিত্যক্ত অবস্থায় পাওয়া ককটেলগুলো থানায় এনে নিরাপদে রাখা হয়েছে। তবে নির্বাচনের আগমুহূর্তে পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার হওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর অনুরোধ জানিয়েছেন এলাকাবাসীরা।