হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ১১ সদস্য গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ১১ সদস্য গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরে পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার শহরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ (রোববার) তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে।

তারা হলেন জুবায়েদ হোসেন (১৯), মো. ইব্রাহিম গাজী (১৯), মো. সাহিদুল ইসলাম প্রকাশ রমজান (১৮), হাসিবুল হাসান প্রকাশ মিরাজ (১৮), আকাশ গাজী (১৯), জুনায়েত সিদ্দিক প্রকাশ আপন (১৮), খালেক সাইফুল প্রকাশ জাহিদ (১৮), মো. আব্দুর রহমান প্রকাশ শাওন (১৯), সাকিবুল ইসলাম প্রকাশ মামুন (১৮), শেখ ফরিদ (২০) ও মো. সাফিন আহম্মেদ (১৮)।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিবের দিক-নির্দেশনায় সদর থানার ওসি মো. বাহার মিয়ার তত্ত্বাবধানে এসআই মো. আওলাদ হোসেন রিকাবদারের নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়।

শনিবার দিবাগত রাতে শহরের নাজিরপাড়া, দক্ষিণ দাসদী, বঙ্গবন্ধু সড়ক, জামতলা, মুসলিমপাড়া, তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সদর মডেল থানার একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ওসি মো. বাহার মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ মূলে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুরে শরিফ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ