হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে সাবেক পৌর চেয়ারম্যানসহ ৩ জন গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

ইউসুফ গাজী। ছবি: সংগৃহীত

চাঁদপুরে পৃথক অভিযানে পৌরসভার সাবেক চেয়ারম্যান ইউসুফ গাজীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশ ও যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ইউসুফ গাজী জেলা আওয়ামী লীগের সহসভাপতি। বাকিরা হলেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হজু ব্যাপারী ও যুগ্ম সম্পাদক রাসেল গাজী।

আজ শনিবার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইউসুফ গাজীকে গতকাল রাতে শহরের মুখার্জি ঘাট নিজবাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। একই রাতে গ্রেপ্তার করা হয় যুবলীগের ওই দুই নেতাকে।

ওসি মো. বাহার মিয়া বলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউসুফ গাজী ও হজু ব্যাপারীর বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। তবে রাসেল গাজীকে গ্রেপ্তার করা হয়েছে মাদক মামলায়। গ্রেপ্তার তিনজনকেই জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

চাঁদপুরের ফরিদগঞ্জ: রূপসা ইউনিয়নের নারীরা ৫৬ বছর ভোটবিমুখ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র

ইটভাটা খাচ্ছে উর্বর মাটি

চাঁদপুরে বিএনপি-খেলাফতের ২ প্রার্থীকে শোকজ

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল