হোম > সারা দেশ > চাঁদপুর

রাতে মাছ ধরতে বেরিয়ে নিখোঁজ, পরদিন মিলল লাশ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে মাছ ধরতে বের হয়েছিলেন তিনি। আজ শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের একটি জলাবদ্ধ স্থান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত মো. সজিব (২৩) উপজেলার পশ্চিম লাড়ুয়া গ্রামের মো. আব্বাস ব্যাপারীর ছেলে। 

সজিবের বাবা মো. আব্বাস ব্পাযারী বলেন, তাঁর ছেলের আগে মৃগীরোগ ছিল, বছরখানেক আগে সে ভালো হয়ে যায়। ছয় মাস আগে তাঁর বিয়ে হয়েছে। যখন যে কাজ পেত সেই কাজই করত সে। গত কয়েক দিন বৃষ্টি হওয়ার কারণে রাতে মাছ শিকার করেছে। গতকাল রাতেও মাছ শিকারে গিয়ে আর ফিরে আসেনি সে। 

স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন জানান, এক সপ্তাহ যাবৎ টানা বৃষ্টির কারণে ওই গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সজিব গত কয়েক দিন রাতে মাছ শিকার করতে যায়। প্রতিদিন মাছ শিকার করে চলে এলেও গতকাল তিনি আর ফিরে আসেননি। 

আজ সকালে স্থানীয়সহ তাঁর পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ি থেকে একটু দূরে কাতারপ্রবাসীর স্ত্রী নিপা আক্তার নামে এক গৃহবধূ সজিবের মরদেহ পুকুরের পাশে ভাসতে দেখে চিৎকার দিলে ঘটনাস্থল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করেন স্বজনেরা। 

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সজিবের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সজিব মৃগীরোগী ছিলেন। তাঁর বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১