হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

গ্রাহকের ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চাঁদপুরের শাহরাস্তির সূচিপাড়া শাখা জনতা ব্যাংক কর্মকর্তা মো. জাবেদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে ব্যাংকের সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক কার্তিক চন্দ্র ঘোষ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

জাবেদ হোসেন ব্যাংকের ওই শাখার সিনিয়র অফিসার। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার কুমেদপুর গ্রামের মোহাম্মদ উল্যাহর ছেলে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযোগ থেকে জানা যায়, মো. জাবেদ হোসেন গত ২ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত তিনজন গ্রাহকের অ্যাকাউন্টের ৮৪ লাখ ৬৭ হাজার ৮১৪ টাকা আত্মসাতের জন্য লক্ষ্মীপুর, ঢাকা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ ও যশোরে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তির অ্যাকাউন্ট নম্বরে পাঠান। বিষয়টি নজরে আসার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে ওসি আবুল বাসার বলেন, আটক ব্যাংক কর্মকর্তাকে দুপুরে চাঁদপুরের আদালতে পাঠানো হয়েছে। অর্থ আত্মসাতের বিভিন্ন প্রমাণ দুদকে পাঠানো হয়েছে। এ বিষয়ে দুদকে মামলা করা হবে।

শিশুদের বিনা মূল্যের টিকা কার্ড নিতে হচ্ছে টাকা দিয়ে

মিষ্টির শিরায় পোকাসহ সিগারেটের অংশ, জরিমানা

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের সদস্যসহ আটক ৫১

হাজীগঞ্জের বলাখাল বাজারে আগুনে পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

কচুয়ায় ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার

বিএনপির মনোনয়ন: চাঁদপুরে রিভিউ চেয়ে আলোচনায় দুই প্রার্থী

১০ম গ্রেডের আন্দোলন: পুলিশের ‘সাউন্ড গ্রেনেডে অসুস্থ’ শিক্ষিকার মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তের গুলিতে মোটরসাইকেল আরোহী নিহত

চাঁদপুরে অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য আটক

বাহরাইনে ২০ তলা ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু