চাঁদপুরের শাহরাস্তিতে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে চালক মো. জামাল হোসেন (৩৫) নিহত হয়েছেন। আজ রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের ধামড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল হোসেন ধামরা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর দেড়টার দিকে একটি অটোরিকশা শোরসাক থেকে সূচীপাড়া যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ধামরা গ্রামের পুলের পাশের খালে পড়ে যায়। ঘটনাস্থলেই চালক নিহত হন। পরে খবর পেয়ে শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূরুল আনোয়ার ও সহকারী উপপরিদর্শক মো. শোয়েব আখন্দ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
নিহতের স্ত্রী মৌসুমি বলেন, জীবিকার সন্ধানে বেরিয়ে আমার স্বামী লাশ হয়ে ফিরল। আমার দুই মেয়ে ও এক ছেলে সন্তানদের দেখার কেউ রইল না।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।